এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ইনস্টাগ্রামে ২০টি ভুয়ো অ্যাকাউন্ট ইউপিএসসি-তে সফল ঐশ্বর্য শেওরানের! এফআইআর দায়ের
মু্ম্বইয়ের কোলাবা পুলিশ স্টেশনে এফআইআর করেছেন ঐশ্বর্য। কোলাবা পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর শিবাজি ফড়তারে জানিয়েছেন, "অভিযুক্ত তাঁর অনুমতি ছাড়া তাঁর ছবি নিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে খুঁজে বার করবই।"
মুম্বই: ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টের ছড়াছড়ি। কোনওটায় আবার ফলোয়ারের সংখ্যা ২৭,০০০। কিন্তু ওই অ্যাকাউন্টগুলির কোনওটি তাঁর নয়। ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে পুলিশের দ্বারস্থ ইউপিএসসি-তে ৯৩তম স্থানাধিকারিণী তথা ২০১৬-র ফেমিনা মিস ইন্ডিয়া ঐশ্বর্য শেওরান।
তাঁর নামে যে এতগুলো ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, তা নিজেও জানতেন না ঐশ্বর্য শেওরান। ৫ অগস্ট এক সাক্ষাৎকারে সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন এত অ্যাকাউন্টের মধ্যে কোনটি তাঁর আসল অ্যাকাউন্ট। তখন মডেল ঐশ্বর্য জানিয়ে দেন, ইনস্টাগ্রামে কোনও অ্যাকাউন্টই খোলেননি তিনি। এরপর তাঁর ভাই আমন শেওরানকে বিষয়টি দেখতে বলেন। জানা যায় ঐশ্বর্য শেওরানের নামে ১/২ নয়, ২০টি অ্যাকাউন্ট রয়েছে। ঐশ্বর্য বলেন, "এখনও পর্যন্ত বিষয়টি তেমন গুরুতর নয়, কিন্তু ভবিষ্যতে এর অপব্যবহার হতে পারে।"
বৃহস্পতিবার মু্ম্বইয়ের কোলাবা পুলিশ স্টেশনে এফআইআর করেছেন ঐশ্বর্য। কোলাবা পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর শিবাজি ফড়তারে জানিয়েছেন, "অভিযুক্ত তাঁর অনুমতি ছাড়া তাঁর ছবি নিয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে খুঁজে বার করবই।"
তথ্য ও প্রযুক্তি আইনের ৬৬সি ধারায় পরিচয় চুরির (আইডেনটিটি থেপট) মামলা শুরু করেছে মুম্বই পুলিশ। আরেক পুলিশ অফিসার জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি জনপ্রিয় ব্যক্তিত্বের ছবির অপব্যবহার করে নিজের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে এমনটা করে থাকতে পারেন। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement