এক্সপ্লোর
বেলুড়ে নিখোঁজ ব্যবসায়ী, অপহরণের অভিযোগ পরিবারের
বালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।

বেলুড়: বেলুড়ের জনৈক ছাঁট লোহার ব্যবসায়ী গোপাল বুধালিয়া বুধবার থেকে নিখোঁজ। বালি থানায় অপহরণের অভিযোগ করেছে পরিবার। নিখোঁজ ব্যবসায়ীর নাম গোপাল বুধালিয়া। বেলুড়ের রামলোচন সায়র স্ট্রিটের বাসিন্দা গোপাল বুধবার ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার সকালে ব্যাঙ্ক থেকে টাকা তোলা ও ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বার হন। কাছেই বালির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও যান। অভিযোগ, তারপর থেকে তিনি নিখোঁজ। বালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















