Uttar Pradesh News: ইনস্টাগ্রাম বন্ধুর সঙ্গে ‘জয়রাইডে’ বেরিয়ে গণধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী, দু’দিন ধরে আটকে রেখে চলল অত্যাচার
Minor Girl Assaulted in Lucknow: উত্তরপ্রদেশের লখনউ থেকে এই ঘটনা সামনে এসেছে।

লখনউ: ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয়েছিল তরুণের সঙ্গে। আর তাতেই ‘জয়রাইডে’ বেরনোর সিদ্ধান্ত, যার চরম মাশুল গুনতে হল সপ্তম শ্রেণির ছাত্রী। দু’দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হল তাকে। এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। (Minor Girl Assaulted in Lucknow)
উত্তরপ্রদেশের লখনউ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে বিমল যাদব নামের এক তরুণের বন্ধুত্ব হয় ইনস্টাগ্রাম। বেশ কিছু দিন ধরে সেখানে চ্যাট করার পর, ফোন নম্বর আদানপ্রদান হয়। এর পর নিয়মিত ফোনে কথা হতো দু’জনের মধ্যে। (Uttar Pradesh News)
মেয়েটির মা জানিয়েছেন, গত ২ নভেম্বর তাঁর মেয়েকে দেখা করতে বলে ওই তরুণ। সেই মতো বাড়ি থেকে বেরোয় ওই কিশোরী। নির্দিষ্ট জায়গায় পৌঁছে বিমলের সঙ্গে দেখা হয়। বিমলের সঙ্গে তার দুই বন্ধুও ছিল, পীযূস মিশ্র এবং শুভম শুক্ল। স্করপিও SUV গাড়ি নিয়ে এসেছিল তারা। ওই গাড়িতেই মেয়েটিকে উঠতে বলে বিমল। জানায় ‘জয়রাইডে’ যাবে সকলে মিলে।
মেয়েটি ওঠার পর IIM রোড হয়ে ছুটতে শুরু করে গাড়িটি। এর পর তিন অভিযুক্ত মিলে মেয়েটিকে একটি হোটেলে নিয়ে গিয়ে তোলে। অভিযোগ, হোটেলের ঘরে মেয়েটির ফোন কেড়ে নেওয়া হয়। ঘরে বন্দি করে রাখা হয় তাকে। এর পর এক এক করে সকলে ধর্ষণ করে তাকে। দু’দিন এভাবে চলার পর বাড়ির কাছে মেয়েটিকে নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
মেয়েটির মা জানিয়েছেন, ওই ঘটনায় এখন আতঙ্কিত হয়ে রয়েছে কিশোরী। বাড়িতে ঢুকেই কান্নায় ভেঙে পড়ে সে। বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয় বলে মাকে জানায় মেয়েটি। শুধু তাই নয়, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা।
এই ঘটনায় ভারতীয ন্যায় সংহিতা এবং POCSO ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পীযূস এবং শুভমকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্ত বিমল এখনও বেপাত্তা। সরোজিনী নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকজন। এর পর তদন্তে নেমে গোড়াতেই দু'জনকে গ্রেফতার করে পুলিশ। সরোজিনী নগর থানার ইনস্পেক্টর রাজদেব রাম প্রজাপতি জানিয়েছেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে। এর পর যা হাতে আসবে, সেই অনুযায়ী আইনি পদক্ষেপ করবে পুলিশ।






















