এক্সপ্লোর
Advertisement
বাবা এত নাক ডাকে, ঘুমই হয় না! ‘পিটিয়ে খুন করে’ পলাতক ছেলে
বাবার নাক ডাকা নিয়ে আপত্তি, তারপর বচসা। অশান্তির জেরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের পিলিভিত জেলার ঘটনায় পলাতক অভিযুক্ত ছেলে।
লখনউ: বাবার নাক ডাকা নিয়ে আপত্তি, তারপর বচসা। অশান্তির জেরে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের পিলিভিত জেলার ঘটনায় পলাতক অভিযুক্ত ছেলে।
পুলিশ সূত্রে খবর, ষাটোর্ধ্ব ওই মৃত ব্যক্তির নাম রাম স্বরূপ। পেশায় তিনি উত্তরপ্রদেশের এক প্রান্তিক চাষি। বড় ছেলে নবীন কুমারের সঙ্গে হামেশাই বিবাদ হত রাম স্বরূপের। প্রতিবেশীরা জানান, তাদের বিবাদের একমাত্র কারণ ছিল বাবা স্বরূপের নাক ডাকা। বাবার নাক ডাকার কারণে নাকি ঘুমে ব্যাঘাত হত ছেলের।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার দিন বাড়িতে ছিলেন না নবীনের মা ও ছোট ভাই। সেইদিন ফের বিবাদ হয় বাবা-ছেলের। রাগের মাথায় একটি লাঠি নিয়ে বাবাকে মারছে থাকে ছেলে। স্বরূপের চিৎকারে প্রতিবেশীরা তাদের বাড়িতে পৌঁছায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় স্বরূপের।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাবা-ছেলের বিবাদের কারণই ছিল নাক ডাকার অভ্যাস। ঘটনার পর থেকে পলাতক ছেলে নবীন। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement