Pune News: ধর্ষণের পর সেলফি, ‘আবার আসব’ লিখে গিয়েছিল ধর্ষক? পুণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, কাঠগড়ায় তরুণীই
Pune Assault Case: তথ্য়প্রযুক্তি সংস্থার ওই কর্মী পুণের অভিজাত আবাসনে থাকেন। বুধবার সন্ধেয় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে আসে।

পুণে: অভিজাত আবাসনে ঢুকে ২২ বছর বয়সি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠোছিল কুরিয়ার ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ধর্ষণের পর সেলফি তুলে ‘আবার আসব’ বলে লিখে যাওয়ার অভিযোগও ছিল। কিন্তু পুণের ঘটনায় এূবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গেল, কুরিয়ার ডেলিভারি বয় মোটেই ধর্ষণ করেননি তরুণীকে। বরং নিজের ‘বন্ধু’র বিরুদ্ধে রাগ মেটাতে তিনি মিথ্যে অভিযোগ করেছিলেন। (Pune News)
তথ্য়প্রযুক্তি সংস্থার ওই কর্মী পুণের অভিজাত আবাসনে থাকেন। বুধবার সন্ধেয় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে আসে। সেই সময় যে অভিযোগ দায়ের হয়েছিল, তাতে বলা ছিল, সন্ধেয় ব্যাঙ্কের খাম নিয়ে তাঁর দরজায় পৌঁছয় কুরিয়ার ডেলিভারি বয়। OTP চাইলে দরজা খোলা রেখেই ভিতরে ফোন আনতে যান ওই তরুণী। সেই সুযোগে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কুরিয়ার ডেলিভারি বয়। ধর্ষণের পর কিছু একটা স্প্রে করে অজ্ঞান করে দেয় তরুণীকে। এর পর তরুণীর মোবাইল ফোনেই দু’জনের সেলফি তোলে এবং নীচে লিখে যায়, ‘আবার আসব’। (Pune Assault Case)
গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। অভিজাত আবাসনে বর সন্ধেয় এমন ঘটনা ঘটল কী করে, ওঠে প্রশ্ন। কিন্তি তদন্তে নেমে গোড়াতেই খটকা লাগে পুলিশের। কারণ অভিযুক্তকে গ্রেফতারের পর দেখা যায়, তিনি উচ্চশিক্ষিত এক যুবক। তরুণীর সঙ্গে পূর্ব পরিচয়ও ছিল তাঁর। দুই পরিবারের মধ্যেও চেনাশোনা ছিল। পার্সেল দিতে আগেও ওই তরুণীর ফ্ল্যাটে এসেছেন অভিযুক্ত। তরুণীর পরিবারের লোকজনের অনুপস্থিতিতেও এসেছেন।
এর পর অভিযোগকারিণী তরুণীর উপর চাপ সৃষ্টি করে পুলিশ। আর তাতেই আসল সত্য প্রকাশ করেন ওই তরুণী। জানান, বুধবার শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। অভিযুক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে আপত্তি জানান। কিন্তু অভিযুক্ত তাঁর কথা শোনেননি। বরং জোর করে শারীরিক সম্পর্ক গড়েন। পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, পুলিশকে ভুল তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন ওই তরুণী। জানিয়েছেন, ওইদিন শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। বারণ করা সত্ত্বেও অভিযুক্ত জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই রাগেই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
শুধু তাই নয়, পুলিশের দাবি, তরুণী নিজেই ওই সেলফিটি তোলেন। প্রথমে ছবিতে যুবকের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এডিট করে সেই মুখ ঝাপসা করেন। এর পর ‘আবার আসব’ বলে ওই হুমকি-বার্তা নিজেই লেখেন তরুণী। পুলিশ জানিয়েছে, একটি সামাজিক অনুষ্ঠানে যুবকের সঙ্গে আলাপ তরুণীর, তার পর বন্ধুত্ব, কাছে আসা। আগেও একাধিক বার তরুণীর ফ্ল্যাটে আসেন ওই যুবক। বুধবারও আগে থেকে ঠিক করেই ফ্ল্যাটে এসেছিলেন ওই যুবক। তবে ইচ্ছের বিরুদ্ধে জোর করে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া নিয়ে কী পদক্ষেপ করা হবে তরুণীর বিরুদ্ধে, এখনও তা নিয়ে কিছু জানায়নি পুলিশ।






















