Varanasi Girl Assaulted: ২২-২৩ জন মিলে গণধর্ষণ তরুণীকে! বারাণসীতে ভয়ঙ্কর ঘটনা
Uttar Pradesh News: ২৯ মার্চ বন্ধুর বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

বারাণসী: উত্তরপ্রদেশের বারাণসীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ২২-২৩ জন মিলে তরুণীকে ধর্ষণ করে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গতমাসের শেষ দিকে এই নক্ক্যারনজক ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। বিষয়টি সামনে আসতে ধরপাকড় শুরু হয়েছে সম্প্রতি। (Varanasi Girl Assaulted)
উত্তর বারাণসীর লালপুরের বাসিন্দা ওই তরুণী। ২৯ মার্চ বন্ধুর বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রায়শই ওই বন্ধুর বাড়িতে যেতেন তিনি। কিন্তু এবার বাড়ি থেকে বেরনোর পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় সাত দিন ধরে নিখোঁজ ছিল ওই তরুণী। (Uttar Pradesh News)
গত ৪ এপ্রিল শেষ পর্যন্ত পাণ্ডেপুর ইন্টারসেকশনে খোঁজ মেলে নির্যাতিতার। মাদক খাইয়ে তাঁকে সেখানে দুষ্কৃতীরা ফেলে গিয়েছিল বলে জানা যায়। কোনও রকমে বন্ধুর বাড়িতে পৌঁছন তরুণী। সেখান থেকে বন্ধুই বাড়ি ফিরিয়ে আনে তাঁকে। মেয়েকে না পেয়ে ওই দিনই নিখোঁজ বলে ডায়েরি করেছিল পরিবার। মেয়ে বাড়ি ফেরার পর ৬ এপ্রিল থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়।
জানা গিয়েছে, বাড়ি ফিরে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলেন ওই তরুণী। জানান, বাড়ি থেকে বেরনোর পর তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা। সাত দিন ধরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ২২-২৩ জন। কখনও হুক্কাবার, কখনও হোটেল, কখনও লজ, কখনও তোলা হয় গেস্ট হাউসে। অভিযুক্ত ১২ জনের নামও পুলিশকে জানিয়েছেন তরুণী। বাকি ১১ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রথমে ডাক্তারি পরীক্ষার জন্য রাজি হচ্ছিলেন না তরুণী। কিন্তু কাউন্সেলিংয়ের পর পরীক্ষা করাতে রাজি হন।
বরুণা জোনের ডিসিপি চন্দ্রকান্ত মীনা জানান, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ (৭০-১), শ্লীলতাহানি (৭৪), বিষপ্রয়োগ বা ক্ষতিকর দ্রব্য প্রয়োগ (১২৩), গতিবিধি নিয়ন্ত্রণ (১২৬-২), অপরাধমূলক ভাবে বন্দি করে রাখা (১২৭-২) অপরাধমূলক ভীতি প্রদর্শন) ৩৫১-২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
এসিপি ভি সাক্সেনা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। আরও তদন্তকারী দল গঠন করা হচ্ছে। খোঁজ চলছে বাকি অভিযুক্তদের। অভিযুক্তরা নির্যাতিতার পরিচিত কি না, তা জানা যায়নি। এই মুহূর্তে পুলিশের তিনটি দল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।






















