NIA Raid: বাংলা-সহ ১০টি এনআইএ-ইডি-র তল্লাশি অভিযান, PFI-এর ১০০ সদস্য গ্রেফতার
National Investigation Agency: PFI-এর ১০০ জন সদস্য গ্রেফতার। হেফাজতে নেওয়া হয়েছে PFI-এর চেয়ারম্যান ওমা সালেম-সহ বেশ কয়েকজন নেতাকে।
আবির দত্ত, কলকাতা: সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ। দেশজুড়ে একযোগে এনআইএ ও ইডি-র তল্লাশি অভিযান। জঙ্গিদের অর্থ জোগানো-সহ একাধিক অভিযোগে ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, PFI-এর ১০০ জন সদস্য গ্রেফতার। হেফাজতে নেওয়া হয়েছে PFI-এর চেয়ারম্যান ওমা সালেম-সহ বেশ কয়েকজন নেতাকে।
কোন কোন রাজ্যে তল্লাশি?
পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক-সহ ১১টি রাজ্যে চলছে এনআইএ ও ইডি-র তল্লাশি। তামিলনাড়ুতে পপুলার ফ্রন্টের বেশ কয়েকটি দফতরে হানা দিয়েছে এনআইএ। চেন্নাইয়ে PFI-এর দফতরেও তল্লাশি চালিয়েছে এনআইএ ও ইডি। কেরলেও PFI-এর দফতর-সহ ৫০টি জায়গায় চলছে তল্লাশি। খবর পেয়ে দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন PFI সদস্যরা।
West Bengal | National Investigation Agency (NIA) is conducting searches at the residence of a PFI worker in Kolkata
— ANI (@ANI) September 22, 2022
The agency is conducting searches at various locations linked to PFI in 10 states including Tamil Nadu, Kerala, Karnataka, Assam. pic.twitter.com/iCH3v63YXK
আরও পড়ুন, দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, মাস শেষের আগেই মিলবে বেতন
কলকাতাতেও চলছে অভিযান। গতকাল গভীর রাতে কড়েয়া থানা এলাকার তিলজলা রোডে এক PFI নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। চলছে তল্লাশি। জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য, প্রশিক্ষণ শিবিরের আয়োজন ও মৌলবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য মগজ ধোলাই করার মতো অভিযোগ রয়েছে PFI-এর বিরুদ্ধে।
এনআইএ তামিলনাড়ুর কোয়েম্বাটোর, কুদ্দালোর, রামনাদ, ডিন্ডুগাল, থেনি এবং থেনকাসি সহ বেশ কয়েকটি জায়গায় পিএফআই-র কর্মকর্তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। চেন্নাইের পুরাসাওয়াক্কামে প্রধান অফিসেও তল্লাশি চালানো হচ্ছে।পিএফআই এক বিবৃতিতে বলেছে, ‘পিএফআই-র জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রাজ্য কমিটির অফিসেও অভিযান চালানো হচ্ছে। ভিন্নমতের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এজেন্সিগুলিকে ব্যবহার করার জন্য ফ্যাসিবাদী শাসনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।’