TMC Martyr Day 2022: শিক্ষক নিয়োগে ১৭ হাজার পদ তৈরি, আদালতে কেস চলছে বলে চাকরি দিতে পারছি না: মুখ্যমন্ত্রী
TMC Shahid Diwas 2022: "আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক,'' একুশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মমতার।
কলকাতা: "শিক্ষক নিয়োগে ১৭ হাজার পদ তৈরি রয়েছে। ভর্তি করার জন্য সংশ্লিষ্ট বিভাগও প্রস্তুত। কিন্তু আদালতে কেস চলছে বলে কিছু করতে পারছি না।'' শিক্ষক (Teacher) নিয়োগ নিয়ে একুশের সভা মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক, একুশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মমতার (Mamata Banerjee)।
১৭ হাজার পদ তৈরির কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়: শিক্ষক নিয়োগ নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনও সল্টলেক, কখনও হাজরা মোড়, কখনও আবার কালীঘাট, শহরের নানা প্রান্তে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। রোদ, ঝড়, জল মাথায় নিয়েই নিয়োগের দাবিতে রাতের পর রাত অনশন করে কাটিয়েছে চাকরিপ্রার্থীদের একাংশ। আর এই দুর্নীতির অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীরও। এমনকী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে। ার এবার শিক্ষক নিয়োগের প্রসঙ্গ উঠে এল খোদ মুখ্যমন্ত্রীর মুখে। জানালেন ১৭ হাজার চাকরি তৈরি। আদালতে মামলার জন্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।
চাকরি ইস্যুতে বিজেপি এবং সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি? UPSC ধরি? সিভিল এভিয়েশন ধরি? খালি বলছ বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না? আলবাত দেব। একদিকে বন্ধ করবে, অন্যদিকে চালু করব। আমি জানি এদের কী করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে গদ্দারবাবুরাই চাকরি পাবে, সাধারণ ছেলেমেয়েরা পাবে না?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএমের আমলে চাকরি হয়েছিল? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। সিপিএমের একটা কাগজ আছে। তাঁর যত রিপোর্টার আছে, তাঁদের বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কীভাবে? কোন যোগ্যতায়? ছেলেরা পার্টি করবে, আর বউরা চাকরি করবে। সিপিএমের আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু দেখবেন? না আমি দেখাব? শুধু বলেছিলাম, বদলা নয়, বদল চাই।
আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: "২৪-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো'' আহ্বান মমতার