TMC 21 July Rally Live : রাষ্ট্রপতিকে চিঠি, উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের
Shahid Diwas Live: একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলন শুরুর ডাক মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ২৭ জুলাই থেকে শুরু। জব্দ হবে, স্তব্ধ হবে, এটাই স্লোগান, ঘোষণা মমতার।
LIVE

Background
কলকাতা : ২৬-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বনাম বাঙালি হেনস্থার অভিযোগ। সোমবার তৃণমূলের সমাবেশে উপস্থিত অসম সরকারের NRC নোটিস পাওয়া দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী। দিন কয়েক আগে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একুশের মঞ্চ থেকে এবার পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অসমের মুখ্যমন্ত্রী বাংলা নিয়ে কথা বলছে। অসমকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন? নাক গলানো বন্ধ করুন। নয়তো এমন আন্দোলন গড়ে তুলব, সবাই যাব সেখানে। দেখি কত ডিটেনশন ক্যাম্প, জেলে আমাদের ভরতে পারে।'
আজ তৃণমূলের একুশে সমাবেশ। ছাব্বিশের ভোটের আগে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে অভিষেক ডাক দেন 'বিজেপিকে উপড়ে' ফেলার। বিজেপিকে শূন্য করার ডাক দেন তিনি। এদিনের বক্তব্যর শুরু থেকে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার সংসদের ভাষণের প্রতিটি ছত্রে ছত্রে ছিল 'বিজেপি হটাও' বার্তা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি- অভিষেকের বার্তায় ছিল কড়া আক্রমণ। এদিন ধর্মতলার একুশের মঞ্চ থেকে অভিষেক বলেন, 'পেগাসাসে আড়ি পেতেও বাংলায় জিততে পারতে পারেনি বিজেপি। যত বাংলায় কথা বলব, তত ওদের জ্বালা।'
এদিন ধর্মতলার সমাবেশে যোগ দিতে জেলা থেকে দলে দলে এসেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে বাংলা থেকে পদ্মফুল উপড়ে ফেলার হুঙ্কার অভিষেকের। অভিষেক বলেন, 'বাংলার মানুষকে লাঞ্ছনা করা হচ্ছে, ভোটার তালিকায় কারচুপি করেও জিততে পারেনি। বাংলায় কথা বললেই অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। জনতার গর্জন, বাংলায় বিজেপির বিসর্জন। গর্ব করে বলব, এবার থেকে নিয়ম করে সংসদে বাংলায় বলব, দেখব কার গায়ে কত জ্বালা। আমরা আত্মসমর্পণ করব না, গলা কাটলেও জয় বাংলা বলব। একটা ইডি, আরেকটা নির্বাচন, একদিকে বিরোধীদের জেলে ঢোকাচ্ছে। আরেক দিকে ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকাচ্ছে। জিততে না পেরে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে বিজেপি'।
পহেলগাঁওয়ের বৈসরনে হিন্দু পরিচয় জেনে, পর্যটকদের গুলি করে খুন করেছিল জঙ্গিরা। তারপরই, জঙ্গিদের খোঁজে উপত্য়কা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। সেই সময়ে উধমপুরে, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো, নদিয়ার তেহট্টের ঝন্টু আলি শেখ। সেই শহিদ পরিবারকে সম্মান জানানো হল ২১ জুলাইয়ের মহাসমাবেশের মঞ্চ থেকে। এদিন নদিয়ার তেহট্টের শহিদ ঝন্টু আলি শেখের বাবাকে হাত ধরে সভাস্থলে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গলায় পরিয়ে দেন উত্তরীয়। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ টাকা।
অন্যদিকে, কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন কলকাতার বিতান অধিকারী । সেই বিতানের মা-বাবার হাতেও ১ লক্ষ টাকা সাহায্য অর্থ তুলে দেওয়া হল ২১ জুলাই সভাস্থলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন। তৃণমূল সুপ্রিমো জানালেন, তৃণমূলের কর্মীরা এই দুই পরিবারকে সাহায্য করতে ১ টাকা করে দিয়েছেন। তাতেই এই অর্থ জোগাড় করা সম্ভব হয়েছে।
Jagdeep Dhankhar Live Updates: রাষ্ট্রপতিকে চিঠি, উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের
উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar resigns from his Post)। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি "স্বাস্থ্যকে অগ্রাধিকার" দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তিনি এই মুহূর্ত থেকেই তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।"
WB News Live Update: বাইপাসের ধারে প্রগতি ময়দান এলাকায় গাড়িতে হঠাৎ আগুন, অল্পের জন্য চালকের রক্ষা
বাইপাসের ধারে প্রগতি ময়দান এলাকায় গাড়িতে হঠাৎ আগুন। আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ আগুন। অল্পের জন্য চালকের রক্ষা।





















