![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Howrah News: পিঠে কালো ব্যাগ, ২ যুবককে তল্লাশি করতেই সাড়ে ৩৮ লক্ষ টাকা উদ্ধার হাওড়া স্টেশনে
Lakhs Retrieved From Two: ফের বিপুল অঙ্কের টাকার হদিশ হাওড়া স্টেশন থেকে। আরপিএফ সূত্রে খবর, পিঠে কালো ব্যাগ নিয়ে দুই যুবককে বেরোতে দেখে সন্দেহ হয়েছিল রেলরক্ষীদের।
![Howrah News: পিঠে কালো ব্যাগ, ২ যুবককে তল্লাশি করতেই সাড়ে ৩৮ লক্ষ টাকা উদ্ধার হাওড়া স্টেশনে 38 Lakhs 50 Thousands Retrieved From 2 Young Travelers Coming Out Of Howrah Station Raise Suspicion Howrah News: পিঠে কালো ব্যাগ, ২ যুবককে তল্লাশি করতেই সাড়ে ৩৮ লক্ষ টাকা উদ্ধার হাওড়া স্টেশনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/9892c92800e4d23bd958d4a9d60ebe431660839539799482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: ফের বিপুল অঙ্কের টাকার (money) হদিশ (retrieved) হাওড়া (howrah) স্টেশন থেকে। আরপিএফ (RPF) সূত্রে খবর, পিঠে কালো ব্যাগ নিয়ে দুই যুবককে বেরোতে দেখে সন্দেহ হয়েছিল রেলরক্ষীদের। দুজনকে পাকড়াও করে ব্যাগ পরীক্ষা করতেই নগদ সাড়ে আটত্রিশ লক্ষ টাকার খোঁজ মেলে।
কী ঘটনা?
বিকেল তিনটে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে বেরোতে দেখেন আরপিএফ কর্মীরা। তাঁদের চলাফেরা দেখে সন্দেহ হয় আরপিএফের। সঙ্গে সঙ্গে দুজনকে পাকড়াও করে ব্যাগ পরীক্ষা করা হয়। তখনই চক্ষু চড়কগাছ! লক্ষ লক্ষ টাকা বেরিয়ে আসে ব্যাগ থেকে। কিন্তু কী উদ্দেশ্যে এত টাকা নিয়ে আসা হচ্ছিল? কোথায় যাচ্ছিলেন টাকা নিয়ে?আরপিএফ সূত্রে খবর, এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি দুজন। টাকার উৎস নিয়ে কোনও নথিও দেখাতে পারেননি। সঙ্গে সঙ্গে কলকাতায় আয়কর দফতরে খবর দেওয়া হয়। তাঁরা টাকা গোনার মেশিন সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। উদ্ধার হওয়া অর্থ গুনে দেখা যায়, মোট ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। দুই যুবককে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া টাকাও আয়কর আধিকারিকদের হাতে। যুবকদের প্রশ্ন করে, ওই বিপুল অর্থের উৎস বোঝার চেষ্টা করছেন আধিকারিকরা।
প্রাথমিক ভাবে যা জানা গেল...
আটক ২ যুবকের নাম রুস্তম আনসারি এবং শুভম ভার্মা। রুস্তমের বয়স ৩৯ বছর, শুভম ২০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, গয়না কেনার জন্য ওই বিপুল অঙ্কের অর্থ কলকাতায় নিয়ে আসছিলেন তাঁরা। এর মধ্যে রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায়, শুভম উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। কিন্তু গয়না কিনতে এত টাকা নিয়ে কলকাতায় আসার যে দাবি তাঁরা করেছেন, তার স্বপক্ষে কোনও নথি বা প্রমাণ দেখাতে পারেননি বলেই দাবি। প্রসঙ্গত, গত ৩ অগাস্ট-ও একই ভাবে হাওড়া স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করেছিল আরপিএফ। তাঁর কাছ থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়। অল্প দিনের ব্যবধানের একই ঘটনার পুনরাবৃত্তিতে কিছুটা থমকে গিয়েছেন আরপিএফ সদস্যরা। কেন বিপুল অঙ্কের টাকা সমেত বার বার ধরা পড়ছেন কেউ না কেউ? ওই টাকার উৎস কী, যাচ্ছিলই বা কোথায়? প্রশ্ন অনেক।
আরও পড়ুন:শুভেন্দু, সেলিম সহ ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)