COVID Update: ফের করোনা সংক্রমণ রাজ্যে, কলকাতায় আক্রান্ত ৫
Kolkata COVID News: মহারাষ্ট্রে এ পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেনয বিশ্বজুড়ে করোনার নতুন উপ প্রজাতি KP টু'এর প্রকোপ।
কলকাতা: কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ। শহরে গত ৭দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ফের করোনা সংক্রমণের হদিশ: বিশ্বজুড়ে করোনার নতুন উপ প্রজাতি KP টু'এর প্রকোপ। আর এরই মাঝে ফের আশঙ্কার খবর। কলকাতায় ফিরল করোনার আতঙ্ক। মহানগরে ৭ দিনে ৫ জন করোনা আক্রান্তের খবর মিলেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল সূত্রে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলেই কলকাতারই বাসিন্দা। তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমাফিক কোভিড পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।
জানা গিয়েছে, ৯ মে থেকে ১৫ মে-র মধ্যে ৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু'জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এঁরা সবাই কি করোনার নতুন উপপ্রজাতি KP পয়েন্ট টুয়ে সংক্রমিত হয়েছেন? বিশেষজ্ঞরা বলছেন, জিনোম সিকোয়েন্সিং করলে বিষয়টি স্পষ্ট হবে।
গত বছরই WHO কোভিড -19 কে আর জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বলছে না। কিন্তু পিছু ছাড়ছে না ভাইরাসের আতঙ্ক। এবছরের শুরুতেও একইভাবে ভয় ধরিয়েছিল করোনা। একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির হদিশ মিলেছিল বাংলায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে এই খবর মিলেছিল। রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকসে পাঠানো হয়েছিল, তাতে একটি ব্যাচেই একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির উপস্থিতি মেলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jalpaiguri Lighting Death: ফেরা হল না বাড়ি, বাজ পড়ে মর্মান্তিক পরিণতি জলপাইগুড়িতে