Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক
Murshidabad News: গতকাল রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটার জেরে বেশ কিছুক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
![Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক A dumper and a lorry collided head-on at Farakka Bridge Murshidabad, a driver was trapped inside the vehicle Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/1396ee185d0fec25dc31307a50d185d71658114716_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা সেতুতে (Farakka Bridge) ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পার (Dumper) ও লরির (Lorry) মুখোমুখি সংঘর্ষে আটকে যায় যান চলাচল। গতকাল গভীর রাতের ঘটনা।
ফারাক্কা সেতুতে দুর্ঘটনা
গতকাল রাত দুটো নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিন মালদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন ডাম্পার চালক। পরে গ্যাসকাটার দিয়ে কেটে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় চালককে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
গতকাল রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটার জেরে বেশ কিছুক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
বাইকের মুখোমুখি সংঘর্ষ
অন্যদিকে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিন জন। রবিবার হুগলির (Hooghly) পান্ডুয়ায় এই ঘটনা ঘটে। জখম সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এমন ঘটনা ঘটে। পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েতের অন্তর্গত জামগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জখমরা হলেন কৃষ্ণ রায়, পল্লব রায় এবং সমরেশ হালদার। স্থানীয়রা জানাচ্ছেন, কৃষ্ণ রায় ও পল্লব রায় পান্ডুয়া থেকে জামগ্রামে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ পাঁচপাড়া থেকে পান্ডুয়ার দিকে আসছিলেন সমরেশ রায়। সেই সময় জামগ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। কাছেই ছিলেন অটোচালকরা। তাঁরাই তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তিনজনেরই চোখে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে।
পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার (Treatment) পর সমরেশকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণ ও পল্লবকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)