premium-spot

Abhijit Gangopadhyay News Live : বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Calcutta HC judge Abhijit Gangopadhyay resigns: এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

Advertisement

LIVE

Key Events

Background

কলকাতা : সব মামলা থেকে অব্যাহতি নিয়েছেন সোমবারই।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay News  ) জানিয়েছেন, নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। মঙ্গলবার পূর্ব ঘোষণা মোতাবেকই, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায়, যাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তাঁরই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে।

Continues below advertisement
16:43 PM (IST)  •  05 Mar 2024

Abhijit Gangopadhyay News Live : 'ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম-এ যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারির দল, সেখানে যাওয়ার প্রশ্ন নেই।' মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

16:01 PM (IST)  •  05 Mar 2024

Abhijit Gangopadhyay Live : টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

'কোন সিট থেকে আমি লড়াই করব, সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবে বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন, তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই। তাদের সিদ্ধান্ত যা হবে, সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। বিজেপির যে কর্মসূচি, তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব।' লোকসভা ভোটে লড়া নিয়ে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

16:00 PM (IST)  •  05 Mar 2024

Abhijit Gangopadhyay News Live : 'নারদ কোনও স্টিং অপারেশনই নয়', নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

'প্রথম কথা নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কী বলে ডাকে সব তৃণমূলের নেতারা তাঁকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তাঁর খুড়শ্বশুরের, তাঁকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনও স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ব্যবহার করে একটা চক্রান্ত করা হয়, বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই, রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন, সে চায় যে তাঁর বিভিন্ন যে সিনিয়র নেতা যাঁরা আছে, তাঁদের নামে একটা বদনাম রটিয়ে দিতে।' নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 

16:00 PM (IST)  •  05 Mar 2024

Abhijit Gangopadhyay News Live : 'নারদ কোনও স্টিং অপারেশনই নয়', নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

'প্রথম কথা নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কী বলে ডাকে সব তৃণমূলের নেতারা তাঁকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তাঁর খুড়শ্বশুরের, তাঁকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনও স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ব্যবহার করে একটা চক্রান্ত করা হয়, বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই, রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন, সে চায় যে তাঁর বিভিন্ন যে সিনিয়র নেতা যাঁরা আছে, তাঁদের নামে একটা বদনাম রটিয়ে দিতে।' নাম না করে অভিষেককে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 

15:22 PM (IST)  •  05 Mar 2024

Abhijit Ganguly News : বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে : অভিজিৎ

'আমি বিজেপিতে যোগ দিচ্ছি আগামী ৭ মার্চ। কোন আসনে দাঁড়াব সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপিই একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে । সেই কারণেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'

Load More
New Update
হ্যালো গেস্ট

ব্যক্তিগত কর্নার

ফর্ম্যাট
সেরা প্রতিবেদন
মাই অ্যাকাউন্ট
West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Embed widget
Game masti - Box office ke Baazigar