Abhishek Banerjee: 'কেন ৩ তারিখ ডাকল ইডি?' তৃণমূলের কর্মসূচি বাধা দেওয়ার অভিযোগে সরব অভিষেক
Abhishek Banerjee on ED Summon: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও।
কলকাতা: বকেয়া আদায়ে তৃণমূলের কর্মসূচির দিন ইডির তলব নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৩ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি (ED)। ওই দিনই তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। এদিন অভিষেক প্রশ্ন করেন কেন কর্মসূচির দিনই তাঁকে তলব করা হল তা নিয়ে।
সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। কাল বিশেষ ট্রেনে দিল্লি যাবেন তাঁরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেছেন একশো দিনের কাজের টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা। শুক্রবার সেখানেই যান তৃণমূল সাংসদ। তিনি প্রশ্ন করেন, "কেন ৩ তারিখ ডাকল ইডি? কেন, ৪, ৫ বা ৬ তারিখ নয়? কীভাবে বাধা দেওয়া যায় তার পরিকল্পনা।''
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি আটকাতে পরিকল্পিত চক্রান্ত। আগামীকালের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা করছি। গরিব মানুষকে দিল্লি যেতে বাধা দিচ্ছেন কেন? গরিব মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে! যত আটকানোর চেষ্টা করবেন, ততই মানুষের জেদ বাড়বে। যদি কারও ক্ষমতা থাকে, মানুষের আন্দোলন আটকে দেখুন' বিশেষ ট্রেন বাতিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের।
ED'র সমনের চিঠি বৃহস্পতিবারই সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়, CGO কমপ্লেক্সে তাঁকে তলব করা হয়েছে। মঙ্গলবার ইডির তলবে যাচ্ছেন না অভিষেক বন্দ্য়োপাধ্যায়। শুক্রবার সোশাল মিডিয়া এক্স পোস্টে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্য়ান্ডেলে অভিষেক বন্দ্য়োপাধ্যায় লিখেছেন, পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এবং রাজ্য়ের বকেয়া আদায়ের জন্য় লড়াই চলবে। পৃথিবীর কোনও শক্তি রাজ্য়ের মানুষের জন্য় লড়াই আটকাতে পারবে না। ক্ষমতা থাকলে আটকে দেখাও, এক্স হ্য়ান্ডেলে পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
The fight against the deprivation of WB and its rightful dues shall persist regardless of the obstacles. No force on Earth can hinder my dedication to fight for the people of WB and their fundamental rights. I'll b in Delhi joining the protest on Oct 2nd & 3rd.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 29, 2023
STOP ME IF U CAN!