Abhishek on Sukanta : 'আপনি কি স্টপেজ মিনিস্টার ? এই অহঙ্কারের কারণেই উনি প্রাক্তন হবেন', ফের অভিষেকের নিশানায় সুকান্ত
South Dinajpur News: দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুরের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।

মুন্না আগরওয়াল : বাংলায় কথা বলার জন্য জোরজবরদস্তি এরাজ্যের দুই পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বানিয়ে জেলে ঢোকানো হয়েছে মহারাষ্ট্রে। ওই দুই জন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বাসিন্দা। এবং তাঁদের মুক্তির জন্য কোনও ব্যবস্থা নেননি সেখানকার সাংসদ সুকান্ত মজুমদার। এই অভিযোগ তুলে দিনকয়েক আগেই বারুইপুরের সভামঞ্চ থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। এদিনও সেই একই ইস্যুতে নিশানা করলেন বিজেপি সাংসদকে। দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুরের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সেই দুই পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মণকে পাশে দাঁড় করিয়ে, সরাসরি সুকান্ত মজুমদারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন, "সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ সমস্যায় পড়েন তাঁর পাশে দাঁড়ানো। আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছপা হন না। সকাল থেকে রাত অবধি তৃণমূলকে গালাগাল দিচ্ছেন। দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান। আপনি বাংলার মানুষকে গালাগাল দিয়ে আপনার নম্বর বাড়ান। আমরা মানুষের কাজ করে বাংলার মানুষের চোখে আমাদের নম্বর বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছেন আপনার কর্তব্য নেই ? আপনার দায়িত্ব নেই ? আমরা প্রথম দিনেই তো আপনাদের বলতে পারতাম। আমরা আগে এনেছি। আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো নই যে, আমাদের সুযোগ দাও আমরা করে দেখাব। আমরা করে দেখাই তারপর সুযোগ চাই। আজ যেভাবে বিভাজনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি-বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা। গুজরাতের জন্য নিয়ম আলাদা। উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা। ১১ বছর তো বিজেপি সরকার ক্ষমতায়। ক'পয়সা নিয়ে এসেছেন ? একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে। আর চারটি করে চিঠি রিলিজ করছেন। আপনাকে মানুষ নির্বাচিত করেছেন ট্রেনের স্টপেজ করার জন্য ? আপনি কি স্টপেজ মিনিস্টার ? সুকান্ত মজুমদার আপনাদের বলেছেন প্রাক্তন বুথ সভাপতি। তার মানে তাঁর কোনও দায়িত্ব নেই ? মানে, বুথ সভাপতি হলে করব। নাহলে, করব না ! ১৩৪৩ বুথ সভাপতি। এই ১৩৪৩ বুথ সভাপতির বাইরে আর কারো প্রতি দায়বদ্ধতা নেই সাংসদ হিসাবে ? এই অহঙ্কারের কারণেই উনি প্রাক্তন হবেন। আপনি তো আগে জিজ্ঞাসা করবেন, কী করেছে ? দোষটা কী ? এদের যে সাতমাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হল, এদের দোষ কী, অপরাধ কী ? বাংলায় কথা বলেছেন ? একহাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাতমাস ধরে। সুকান্ত মজুমদার সাতদিন থাকতে পারবেন ? সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন। গতবছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছেন ব়্যাম্পে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য ? আপনার রিপোর্ট কার্ড কোথায় ? ১১ বছর ধরে আপনাদের সরকার ক্ষমতায় । আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক'পয়সা এনেছেন ?"





















