Abhishek Banerjee: ভোটে জয় এসেছে, এবার কাদের জন্য কাজ করবে তৃণমূল? বলে দিলেন অভিষেক
21 July: ২১ জুলাই শহিদ দিবসের সভামঞ্চ থেকে একের পর এক তোপ দাগলেন অভিষেক। বিরোধীদের সঙ্গেই আর কারা নিশানায়?
কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে চোখা ভাষণে কখনও বিঁধলেন বিরোধীদের। কখনও কড়া বার্তা দিলেন দলের নেতা-কর্মীদেরই। আর পরিষ্কার বলে দিলেন কাদের জন্য় কাজ করবে তৃণমূল।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলীয় সভায় বলেছিলেন মোদির স্লোগান পাল্টে দেওয়ার জন্য। কাদের জন্য় বিজেপি থাকবে সেটাও সাফ জানিয়েছিলেন। সেই আবহেই ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কাদের জন্য কাজ করবে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বললেন, 'আমাদের যাঁরা ভোট দিয়েছেন তাঁদের জন্য়ও কাজ করব, যাঁরা আমাদের ভোট দেননি তাঁদের জন্য়ও কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস', বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের বক্তব্য়ে উঠে এসেছে দুর্নীতি প্রসঙ্গ। তার সূত্র ধরেই অভিষেকের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নামও। এদিন তিনি বলেন, 'স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দেবে না?'
নানা মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট পুত্র-কন্য়া কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলব। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব।' দলে আদি-নব্য দ্বন্দ্ব প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। অভিষেকের সাফ বার্তা, 'যাঁরা নতুন তৃণমূলে এসেছেন তাঁদের তৃণমূলের লড়াই, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াই, ২১ জুলাইয়ের ইতিহাস জানতে হবে। যাঁরা পুরনো তাঁদের নতুনদের সঙ্গে নিয়ে চলতে হবে।' সাফ বার্তা অভিষেকের। তৃণমূল কর্মীদের সংযত থাকার বার্তাও দিয়েছেন তিনি।'
এদিন বক্তব্য রাখার সময় তৃণমূলকে দেশের তৃতীয় বৃহত্তম দল বলেও দাবি করেন তিনি। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৪২ জন সাংসদ রয়েছে তৃণমূলের। সেই হিসেবেই তৃণমূল এখন দেশে তৃতীয় বৃহত্তম দল বলে জানান তিনি। তাঁর মুখে শোনা যায়, 'আমি বারবার যেখানে সভা-সমিতি করতে গিয়েছি, আমি বলেছি- আমি মানুষের মুখের ভাষা বুঝি। বৃষ্টি-ঝড়-জল উপেক্ষা করে যাঁরা বৃষ্টি-রোদ মাথায় নিয়ে আসে তাঁরা এটা নিশ্চিত করে আসে যে সারাজীবন তারা তৃণমূল করবে, তাঁরা বক্তব্য শুনতে আসে না।'
আত্মতুষ্টি না রাখার নির্দেশ:
তাঁর কটাক্ষ, 'এত চেষ্টা করেও আমাকে বিজেপির কাছে মাথানত করাতে পারেনি। আগামীর লড়াইয়ের জয় যেন ২০১৬, ২০২১, ২০২৪-এর থেকেও বড় হয়। আমাদের আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কারণ মানুষ আমাদের বিশ্বাস করেছে, বিজেপিকে বিশ্বাস করেনি।' সন্দেশখালি প্রসঙ্গ নিয়েও তোপ দেগেছেন অভিষেক। তিনি এদিন বলেন, 'সন্দেশখালি নিয়ে বিজেপি বাংলাকে সারা দেশে বদনাম করেছে। সন্দেশখালির বিজেপি নেতা বলেছিলেন, মদের জন্য বুথ পিছু ৫ হাজার টাকা খরচ করেছেন। তার মানে বাংলাজুড়ে ভোটের দিন ৪০ কোটি টাকা মদের জন্য খরচ করেছে। কিন্তু মানুষের আবাসের টাকা দেয়নি, মানুষ তাই জবাব দিয়েছে। বিজেপি টাকার গর্জনে বিশ্বাস করেছিল, তৃণমূল জনগণের গর্জনে বিশ্বাস করেছে।'
দলের নেতাদেরও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মানুষ ঠিকমতো পরিষেবা না পেয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অভিষেক বলেন, 'পুরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব।'
আরও পড়ুন: একই দিনে গুরুপূর্ণিমা এবং শহিদ দিবস! হাওয়াই চটি নিয়ে কী করলেন কর্মী?