ABP Poll : ED-র হানায় 'বাধা' দিয়ে কিছু লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী? - ABP আনন্দ-র Poll-এ ৯০ শতাংশ মানুষ যা বলছেন
কিছু গুরুত্ব প্রশ্ন রাখা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচন ও আই-প্যাকে ইডি তল্লাশি বিষয়ে । তাতে মানুষ কী ভাবছে , তার একটা চিত্র উঠে এল ABP Poll - এ ।

মানুষ কী ভাবছে, কী চাইছে - সব কিছুর প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ জনতার মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে দর্শকরা কী বলছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। তেমনই কিছু গুরুত্ব প্রশ্ন রাখা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচন ও আই-প্যাকে ইডি তল্লাশি বিষয়ে । তাতে মানুষ কী ভাবছে , তার একটা চিত্র উঠে এল। সাম্প্রতিক পাওয়া তথ্য অনুসারে এই সমীক্ষার ফল দেওয়া হয়। কত শতাংশ মানুষ , কোনদিকে ভোট দিলেন, তা দেখে নেওয়া যাক ।
১. বিধানসভা ভোটের আগে কয়লা পাচারকাণ্ডে সক্রিয় ED, I-PAC-এর অফিসে হানা। অমিত শাহের বিরুদ্ধে সরব মুখ্য়মন্ত্রী। ভোট এলেই বিজেপির অঙ্গুলিহেলনে বিরোধীদের হেনস্থা করে কেন্দ্রীয় এজেন্সি ED?
হ্যাঁ - 29%
না - 68%
জানি না / বলতে পারব না - 3%






















