AC Local : শিয়ালদহ–কল্যাণী রুটে আজই চালু এয়ার-কন্ডিশন্ড লোকাল, কটা ট্রেন, কখন ছাড়বে?
AC local train: ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হল।

অরিত্রিক ভটাচার্য, কলকাতা : গাদাগাদি ভিড়ে একটুখানি স্বস্তি। যদিও এখন গরমকাল নয়। তবু ঠাসাঠাসি ভিড়ে দম আটকে যাওয়া থেকে খানিক স্বস্তি তো বটেই। শিয়ালদা থেকেই পুজোর আগেই শুরু হয়ে গিয়েছিল এসি ট্রেনের পরিষেবা। আবার তা আরও ডালপালা মেলছে। শিয়ালদহ–কল্যাণী রুটে আজ, বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন এয়ার-কন্ডিশন্ড ইএমইউ লোকাল। জানিয়েছে পূর্ব রেলওয়ে। প্রথম মেন লাইনে এসি লোকাল পরিষেবা চালু হয় শিয়ালদা-রানাঘাট রুটে। তারপর পুজোর মুখে আরও দুটি রুটে চালু হয় পরিষেবা। এবার বড়দিনের আগে বড় উপকার পেল শিয়ালদহ–কল্যাণী রুটের যাত্রীরা। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হল।
৬ দিন পরিষেবা : জানা গিয়েছে, সপ্তাহে ৬ দিন মিলবে (সোমবার–শনিবার) এই পরিষেবা। এই রুটে শিয়ালদহ থেকে ট্রেন রওনা দেবে বিকেল ৩:৩৫ মিনিটে। কল্যাণী পৌঁছাবে বিকেল ৪:৫২ মিনিটে। আবার কল্যাণী থেকে রওনা দেবে বিকেল ৫:০২ মিনিটে। শিয়ালদহ পৌঁছাবে ৬:২০-র সময়।
শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা এখন রবিবারেও : আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে রবিবার এসি লোকাল পরিষেবা। আগে নির্দিষ্ট কয়েকদিন এসি লোকাল চললেও এখন থেকে রবিবারেও চলবে এসি লোকাল। ৭ ডিসেম্বর ২০২৫ থেকে মিলবে পরিষেবা। ট্রেনটি শিয়ালদহ থেকে রওনা দেবে সকাল ১১:৫৫ - এ। কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর ২:১১ ০-এ। কৃষ্ণনগর থেকে রওনা দেবে বিকেল ৪:০৫ -এ । শিয়ালদহ পৌঁছাবে ৬:২০ - এ। ট্রেনটি থামবে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে।
নতুন নন-এসি সম্প্রসারিত পরিষেবা : নতুন এসি ট্রেনের পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়বে। জানিয়েছে রেলওয়ে।






















