Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন মর্মান্তিক দুর্ঘটনা কৃষ্ণনগরে, ১ জনের মৃত্যু
Jagadhatri Puja Accident: দমকল সূত্রে জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগরের ওই ক্লাবে হঠাৎ আগুন লেগে যায়
প্রদ্যোৎ সরকার, নদিয়া: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন মর্মান্তিক দুর্ঘটনা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর বউবাজার এলাকার হুগলিতলা 'আমরা সবাই' ক্লাবের দোতালায় আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। স্থানীয় সূত্রে খবর ঘরের মধ্যে মজুত করা ছিল ব্যাটারি ও অন্যান্য সামগ্রী। দাহ্য সামগ্রী থাকার ফলেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। দমকলের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘরের মধ্যে ব্যাটারি ও অন্যান্য সামগ্রী জমিয়ে রাখা বেআইনি ছিল কি না তাই নিয়েও তদন্ত করবে পুলিশ।
দমকল সূত্রে জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগরের ওই ক্লাবে হঠাৎ আগুন লেগে যায়। তবে কেন ও কীভাবে এই আগুন লাগল সেটা এখনও পর্যন্ত বের করা সম্ভব হয়। মুহূর্তের মধ্যেই গোটা বাড়িকে গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। জানা যাচ্ছে, পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম দিলীপ রায়। বয়স আনুমানিক ৫২ বছর। দমকল কর্মীরা মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে। তবে এখনও পর্যন্ত কেন এই দুর্ঘটনা ঘটল তার সম্পর্কে জানা যায়নি।
অন্যদিকে, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে ২ পুজো কমিটির বিবাদ। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির বিবাদ বাধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ ক্লাব সদস্যদের। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদ তালপুকুর ধার পুজো কমিটির সদস্যদের। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ।
অন্যদিকে, নবমীর দিন লেক কালীবাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা হল। সকাল থেকে ভক্তদের ঢল। এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়। লেক কালীবাড়ির পুজো এবার ১৫ বছরে পড়ল। আর আজ চন্দননগরে দশমী। আলোয় আলোয় মোড়া স্ট্র্যান্ড রোড। সকাল থেকেই চলছে বিসর্জনের পালা
আরও পড়ুন: P. C Sorcar: মেয়েদের জন্য 'পাত্র চাই' বিজ্ঞাপন পি সি সরকারের, দিলেন কী কী শর্ত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।