P. C Sorcar: মেয়েদের জন্য 'পাত্র চাই' বিজ্ঞাপন পি সি সরকারের, দিলেন কী কী শর্ত?
P C Sorcar News: সাধারণত ছেলে বা মেয়ে বড় হলে বাবা-মায়েরা তাঁদের বিয়ের চেষ্টা করেন, এটা নতুন বিষয় নয়। তবে সেই বাবা মা যদি হন খোদ যাদুকর?
কলকাতা: ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য গতকাল আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। '৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে। অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন, প্রতিক্রিয়া জাদুকর পি সি সরকার জুনিয়রের। ৩ মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পি সি সরকার জুনিয়র।
জাদুকরের কন্যাদের বিয়ে আর তার জন্যই এত তোড়জোড়। সাধারণত ছেলে বা মেয়ে বড় হলে বাবা-মায়েরা তাঁদের বিয়ের চেষ্টা করেন, এটা নতুন বিষয় নয়। তবে সেই বাবা মা যদি হন খোদ যাদুকর? তাহলে? ঠিক যেমনটা ঘটেছে বিশ্ববিখ্যাত যাদুকর পি সি সরকারের ক্ষেত্রে। পি সি সরকার জুনিয়রের তিন কন্যা। মানেকা, মুমতাজ, মৌবনী। তাঁদের ৩ জনের নাম দিয়েই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন খোদ পি সি সরকার। জানিয়েছেন, কন্যাদেরও মত রয়েছে এই বিষয়ে। পি সি সরকার জানিয়েছেন, তাঁর কেরিয়ারে সবসময়েই পাশে থেকেছেন সাধারণ মানুষেরা। সেই কারণেই মেয়েদের জীবনের বড় এই দায়িত্বকে জনতার হাতেই ছাড়তে চান পি সি সরকার।
কী লেখা রয়েছে বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনে লেখা রয়েছে, জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম নির্বিশেষে ৩৮ থেকে ৪৫ বছরের মধ্যে উপযুক্ত সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।' দাবি বলতে এটুকুই। আর এই বিষয়ে পি সি সরকার জুনিয়র বলছেন, 'আমার যাদুকর সত্ত্বাটা আমায় বিজ্ঞাপন দিতে সাহায্য করেছে। আমি আমাদের সাংস্কৃতিক ধারাকে বহন করেছি। আমি যে জামাই পছন্দ করব তা পাশের বাড়ির ছেলেটিকে নয়। আমি আরও বৃহত্তর সমাজকে দেখতে চাই। আমি আমার মেয়েদের সাহায্য করছি, ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না। ওরাই বলেছে, বাবা একটু সাহায্য করো। আমি তো পিতা। আমার স্ত্রী বলেছেন, 'আমরা সবাই মিলেই সাহায্য করব।' ওদের অনুমতি নিয়েই আমি এই বিজ্ঞাপন দিয়েছি।' যাদুকর জানিয়েছেন, মাত্র ২৪ ঘণ্টায় প্রচুর প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।