Naihati News: ইএমআই দিতে না পারায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে ওই শো রুম থেকে ঋণ নিয়ে নতুন বাইক কেনেন সাদ্দাম। অভিযোগ, প্রথম কিস্তির ৪৫ হাজার টাকার চেক বাউন্স করায় মঙ্গলবার যুবককে ডেকে পাঠায় শো রুম কর্তৃপক্ষ।
নৈহাটি: বাইকের ইএমআই দিতে না পারায় নৈহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শো রুম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাদ্দাম হোসেন। খুনের অভিযোগ দায়ের। শো রুমের মালিক-সহ গ্রেফতার ৩। পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে ওই শো রুম থেকে ঋণ নিয়ে নতুন বাইক কেনেন সাদ্দাম। অভিযোগ, প্রথম কিস্তির ৪৫ হাজার টাকার চেক বাউন্স করায় মঙ্গলবার যুবককে ডেকে পাঠায় শো রুম কর্তৃপক্ষ। পরিবারের দাবি, ওই শো রুম থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঋণ শোধ নিয়ে বিবাদের জেরেই খুন, অভিযোগ পরিবারের। শো রুম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে বেঁহুশ করে অপহরণ: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে বেঁহুশ করে আপত্তিকর ছবি তুলে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ। হুগলির কোন্নগরের ঘটনা। ৪ জনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযোগ, গত ১ মার্চ দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ডেকে মাদক খাইয়ে বেঁহুশ করে আপত্তিকর ছবি তুলে রাখে অভিযুক্তরা। এরপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।স্থানীয়দের অভিযোগ, বিষয়টি মিটিয়ে নিতে বলেন কোন্নগর পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। যদিও ওই কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ: এদিনই আরও একটি খবর প্রকাশ্যে আসে, পুলিশ পরিচয়ে ভরদুপুরে কসবায় অ্যাক্রোপলিস মলের কাছ থেকে বারাসাতের ইটভাটা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে । পরিবারের দাবি, গতকাল পুলিশ লেখা গাড়িতে ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় ১০-১২ জন দুষ্কৃতী। পরিবারের কাছে দেড়কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি কসবা থানায় জানানোর পর চাঞ্চল্য ছড়ায়। মাঝরাতে লালবাজারে বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
এরপরই কসবা থানায় যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। আশপাশের থানাগুলিকে সতর্ক করে ব্যবসায়ী উদ্ধারে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে গাড়ি মালিকের সন্ধান মেলে। সেই সূত্র ধরে আজ সকালে টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ৭ জনকে। আটক ২। অভিযুক্তরা ব্যবসায়ীর কাছ থেকে টাকা পেত। সেই কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।