![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Adeno Virus Attack : ফিরছে জ্বর, সর্দি, কাশি, শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ
Kolkata Children : বর্ষায় অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
![Adeno Virus Attack : ফিরছে জ্বর, সর্দি, কাশি, শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ Adeno Virus Scare back as children again affecting with several cold symptoms Adeno Virus Attack : ফিরছে জ্বর, সর্দি, কাশি, শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/4120b86c873124d943fd4b7145d15935168823109624652_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতায় শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ (Adeno Virus Infection)। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর (Children) শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাস। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Doctors)।
মে মাস থেকেই কলকাতায় শিশুদের মধ্যে বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ। জুন মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে অ্য়াডিনো ভাইরাস আক্রান্ত শিশুর সংখ্যা। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে ভূগছে শিশুরা। যাদের অধিকাংশের শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাসের অস্তিত্ব। শুধু পার্ক সার্কাসের এক বেসরকারি শিশু হাসপাতালের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মে মাসে ৯৮টি পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৭২ জন শিশুর শরীরে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জুন মাসে ১১৫টি পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৮০ জন শিশুর অ্য়াডিনো ভাইরাসের অস্তিত্ব মিলেছে ।
রাজ্য় স্বাস্থ্য দফতরের তরফে অবশ্য আক্রান্তের নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলির আউটডোরে শিশুদের ভিড় বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)
ফেব্রুয়ারি মাসে রাজ্য়ে শিশুদের মধ্যে অ্য়াডিনো ভাইরাসের মারাত্মক প্রকোপ দেখা গিয়েছিল। উপচে পড়েছিল শিশু হাসপাতালগুলি। পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক খুলতে হয়। তবে এবার অ্য়াডিনো ভাইরাস আক্রান্ত হওয়া শিশুদের হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার সংখ্যাটা কম।
যদিও, এবার শিশুদের মধ্যে জ্বর বেশি দিন থাকছে। সেই সঙ্গে চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের একটা বড় অংশ সাঁতার শিখতে গিয়ে সংক্রমিত হচ্ছে। বর্ষায় অ্য়াডিনো ভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)