Adhir Chowdhury on SSC Case: 'তৃণমূল নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে, তাই দাগিদের নেত্রী দিদি..', তোপ অধীরের
Calcutta High Court: আজও সেই একইভাবে দেখা গেল, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করল।

কলকাতা : 'চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে তাঁদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এটা তাঁদের মৌলিক অধিকারেও হস্তক্ষেপ হবে বলে এদিন কলকাতা হাইকোর্টে সওয়াল করেছে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। এনিয়ে এবার রাজ্যের শাসকদলকে বিঁধল বিরোধীরা। সুর চড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বললেন, "দাগিদের এইজন্য পরীক্ষায় বসাতে চাইছে, কারণ দাগিরা কারা ? যারা তৃণমূলের নেতাদের টাকা-পয়সা দিয়ে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজ তারা যদি সুযোগ না পায় তাহলে তারা তো আজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে। কারণ, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাই দিদি সেই দাগিদের বাঁচাতে দাগিদের নেত্রী হয়ে তিনি তাঁদের রক্ষা করতে চাইছেন এবং সেই সুবাদে সমস্ত বিষয়টাকে আরও জটিল, আরও বিপথে চালিত করে গোটা ব্যাপারটাকে লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা তার গোটা প্রক্রিয়াটাকে লন্ডভন্ড করে দেওয়ার একটা অপকৌশল।"
গত দিনে সিঙ্গল বেঞ্চে সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছিল। আজও সেই একইভাবে দেখা গেল, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করল। সরকারের তরফে যে সওয়াল আজ কলকাতা হাইকোর্টে করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে, এই চিহ্নিত অযোগ্যদের যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। পাশাপাশি এও বলা হয়েছে, এদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না দেওয়া হলে সেটা তাঁদের মৌলিক অধিকার হস্তক্ষেপ করা হবে। এমনই সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। অর্থাৎ, সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ দুই জায়গাতেই রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়েই সওয়াল করছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না।
আইনজীবীরা জানিয়েছেন, আজ বিচারপতি সৌমেন সেন মূলত দু'টি প্রশ্ন করেছেন। সেই দু'টি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তাঁর প্রথম প্রশ্ন, এই যে যাদের 'অযোগ্য' বলে চিহ্নিত করা হচ্ছে তাঁদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি স্কুল সার্ভিস কমিশন আছে ? বা, এই চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার আদৌ কোনও আইনি অধিকার স্কুল সার্ভিস কমিশনের রয়েছে কি না। এর পাশাপাশি বিচারপতি সৌমেন সেন আরও প্রশ্ন করেছেন, এই চিহ্নিত অযোগ্যরা কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারলেন কি পারলেন না তার দ্বারা স্কুল সার্ভিস কমিশন কীভাবে প্রাভাবিত হবে ?






















