SIR in Bengal: বিহারের পরে এবার বাংলাতেও SIR-প্রস্তুতি! রাতেই কলকাতায় আসছে কমিশন! কী কী দেখা হবে?
Election Commission: রাজ্যে SIR এর মধ্যেই পাখির চোখ কয়েক জেলায়। রাজনৈতিক মহলে প্রশ্ন, তিন জেলা প্রথম কেন বেছে নিল কমিশন।

রুমা পাল, কলকাতা: বিহারের পরে এবার বাংলাতেও SIR-প্রস্তুতি, আসছে কমিশন। SIR-প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাতেই রাজ্যে টিম কমিশন। খবর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিশেষ নজর নির্বাচন কমিশনের।
সূত্রের খবর, ৩ জেলার সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশনের বিশেষ টিম। রাজ্যে এসে ৫০০জন BLO-দের সঙ্গেও বৈঠক করবে কমিশন: সূত্র। রাতেই কলকাতায় আসছেন জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের ৪ কর্তা। এও জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ বাদে সব জেলার DM, ERO-দের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। বৈঠকের পরে রাজারহাট-গোপালপুর, তারপর বারাসাত যাবে কমিশন। বৃহস্পতিবার সকাল দশটায় বৈঠক কোলাঘাটে ৩ জেলার সঙ্গে বৈঠক।
রাজ্যে SIR এর মধ্যেই পাখির চোখ কয়েক জেলায়। রাজনৈতিক মহলে প্রশ্ন, তিন জেলা প্রথম কেন বেছে নিল কমিশন। তবে কী বিরোধী দলনেতার জেলা বলেই কি পূর্ব মেদিনীপুর পাখির চোখ কমিশনের? রাজনৈতিক সূত্রে খবর বিজেপির অভিযোগ ছিল সরকারি কর্মী বাদ দিয়ে কেন বেসরকারি কর্মীদের BLO হিসেবে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল।
তবে কমিশনের আধিকারিক জানাচ্ছেন বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকার তূলনায় ২০২৫ এর তালিকায় বিস্তর নাম পাওয়া যায়নি। তাই সেসব খতিয়ে দেখবে কমিশন। সূত্রের খবর রাজারহাট গোপালপুর নিয়েও তপর কমিশন। রাজারহাট ডিইও, আইটি সেল, ইরাও দের নিয়ে বৈঠক করবে কমিশন। দুটি এসেম্বলিতে সব বিএল ও দের নিয়ে বৈঠক আছে। ইতিমধ্যেই সেখানকার ইয়ারও দের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন। সব মিলিয়ে এস আই আর নিয়ে একেবারে ময়দানে নেমেই কাজ করতে চায় কমিশন সেটা স্পষ্ট।
এর আগেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ হয়েছে। অতিরিক্ত জেলাশাসক, ERO, AERO, ইলেকশন ওসি-দের নিয়ে বৈঠকও করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশনের তরফে শেষবার পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ। সেক্ষেত্রে তার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ প্রায় ১৫ কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই হবে, নির্বাচন কমিশন ফর্ম পাঠানোর পর। সূত্রের খবর, নাম-তথ্য সংক্রান্ত সেই ফর্মের ধাঁচ বিহারের সংশোধন সংক্রান্ত ফর্মের মতোই হবে।






















