Sana Ganguly: বাবার পর মেয়ে, এবার করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা
Sana Ganguly Tested Covid positive:আজ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রয়েছেন সানা। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের আরও তিন সদস্যের করোনা ধরা পড়ে।
কলকাতা: বাবার পর এবার মেয়ে। এবার করোনা (Coronavirus) আক্রান্ত (Sourav Ganguly) সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। আজ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রয়েছেন সানা। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের আরও তিন সদস্যের করোনা ধরা পড়ে। সকলেই রয়েছেন আইসোলেশনে। গত কাল মঙ্গলবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক কাকা, তাঁর খুড়তুতো ভাই ও ভ্রাতৃবধূ করোনা আক্রান্ত হন বলে জানা গিয়েছিল।
উল্লেখ্য, গত বছরের শেষদিন ৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাড়ি ফেরেন মহারাজ। করোনা রিপোর্ট পজিটিভ আসায়, তাঁকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে। তাঁর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক অবস্থা খতিয়ে দেখে, তাঁকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।সর্দি বা জ্বর নেই। তিনি হোম আইসোলেশনে থাকার মতো অবস্থায় আছেন বলে ওইদিন সকালে একমত হন চিকিৎসকরা।এরপর তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে কথা বলা হয় স্বাস্থ্য দফতরের সঙ্গে। ওইদিন দুপুর ২টো নাগাদ মেরুন রংয়ের BMW পৌঁছয় উডল্যান্ডস হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফেরেন সৌরভ। চালকের পরনে ছিল PPE কিট। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল যে, হোম আইসোলেশনে স্টিম থেরাপি, ভিটামিন কোর্স চালিয়ে যেতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন।