WB Assembly: TMC-র ধর্নার পর অম্বেডকর মূর্তির পাদদেশ ‘অপবিত্র’! গঙ্গাজল দিয়ে এলাকা সাফ BJP বিধায়কদের
BJP: অম্বেডকর মূর্তির পাদদেশে তিনদিন ধরে ধর্না কর্মসূচি চালিয়েছিল তৃণমূল। তারপরেই ওই এলাকা অপবিত্র করা হয়েছে এই অভিযোগে বিধানসভা চত্বরে মাথায় গঙ্গাজল নিয়ে ঢোকেন বিজেপি বিধায়করা
কলকাতা: বিধানসভা (West Bengal Assembly) চত্বরে নজিরবিহীন দৃশ্য। তৃণমূলের তিনদিনের ধর্নার পর অম্বেডকর মূর্তির পাদদেশ ‘অপবিত্র’। এই দাবি তুলে গঙ্গাজল দিয়ে এলাকা সাফ করলেন বিজেপি বিধায়করা (BJP MLA)। গাইলেন বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত।
নজিরবিহীন দৃশ্য বিধানসভায়: ধর্না-অবস্থান না হলেও, শুক্রবারও নাটকীয় পরিস্থিতি বজায় থাকল বিধানসভা চত্বরে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে তৃণমূল। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ধর্না কর্মসূচি ছিল তাদের। আর তা শেষ হতেই নজিরবিহীন দৃশ্য বিধানসভাতে। তিন দিন ধরে যে বি আর অম্বেডকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়করা, এদিন সেই জায়গাটি গঙ্গাজল দিয়ে 'শুদ্ধকরণ' করলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। পাল্টা আদিবাসীদের অপমানের অভিযোগ তুলেছে নিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, তৃণমূলের তিনদিনের ধর্নার জন্য অম্বেডকর মূর্তির পাদদেশ ‘অপবিত্র’ হয়েছে। গঙ্গাজল ভর্তি কলসি মাথায় নিয়ে আসেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি বিধায়করা। এরপর অম্বেডকরের মূর্তির পাদদেশ সেই গঙ্গাজল দিয়ে ধোয়া হয়।
এদিন বিরোধী দলনেতা বলেন, “এই চোররা অম্বেডকরে মূর্তির পাদদেশে অপবিত্র করে গেছে। আমরা বাবুঘাট থেকে গঙ্গাজল তুলে পবিত্রতা ফিরিয়ে এনেছি। পুষ্প দিয়েছি, বন্দে মাতরম দিয়ে শুরু করেছি এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করেছি। চোর মমতা এই জায়গাটাকে অপবিত্র করেছিল। তাঁর চোরেরা অপবিত্র করেছিল। একজন ভারতবর্ষের মনীষী, তাদের এখানে বসার অধিকার নেই। তাই আজ পবিত্র গঙ্গামাতার জল দিয়ে হিন্দু সংস্কৃতি মেনে পবিত্র করলাম।’’
বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল: একদিকে যখন তৃণমূলের ধর্নাস্থলকে পবিত্র করতে শুদ্ধকরণের কর্মসূচি পালন করল বিজেপি। তখন এই কর্মসূচির প্রসঙ্গ টেনেই, পাল্টা আদিবাসী ইস্যু সামনে এনে, বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তিনদিন ধরে তৃণমূলের ধর্নায় উপস্থিত ছিলেন জ্যোৎস্না মাণ্ডি, বীরবাহা হাঁসদার মতো আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী ও বিধায়করা।আর বিজেপি তাঁদের ধর্নাস্থলকে অপবিত্র বলায়, আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ তুলেছে তৃণমূল। প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে রাস্তায় নামছে তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পডুন: Suvendu Adhikari: 'বিজেপি আনবে পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে..যেতে হবে..'