Agitation Against CBI: তদন্তে দেরির অভিযোগ, RG করে সিবিআইকে ঘিরে বিক্ষোভ
CBI In RG Kar: তদন্তে দেরি হওয়ার অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে তদন্ত করতে যাওয়া সিবিআই আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হল।
![Agitation Against CBI: তদন্তে দেরির অভিযোগ, RG করে সিবিআইকে ঘিরে বিক্ষোভ Agitation Against CBI for allegedly delay in RG Kar Medical college Doctor Death Case Investigation Agitation Against CBI: তদন্তে দেরির অভিযোগ, RG করে সিবিআইকে ঘিরে বিক্ষোভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/6e11d56cb2e7175e0ff650ce8a7a6bd41725892951565990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: সোমবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে তদন্তের কাজে যাওয়া সিবিআইয়ের তদন্তকারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন একদল মানুষ। এতদিন কেটে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে কেন কিছু তথ্য সামনে এলো না তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তদন্তের পর সোমবার সন্ধ্যায় সিবিআইয়ের তদন্তকারীরা যখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছাড়ছেন সেইসময় তাঁদের ঘিরে ধরেন জনা দুই-তিনেক ব্যক্তি। যাঁদের একজন নিজেকে ফার্মাসির পড়ুয়া বলে পরিচয় দিয়েছেন এবং কল্যাণী থেকে আসছেন বলে জানিয়েছেন। তিনি অশালীন মন্তব্য ও গালিগালাজ করেন। তারপর সিবিআই আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু-তিনজন মিলে। তাঁদের হটিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর সিবিআইয়ের গাড়ি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রশাসনিক ব্লকের কাছে চলে আসে। সেই গাড়িতে হাসপাতালের সুপারও ছিলেন। তাঁকে প্রশাসনিক ব্লকের কাছে নামিয়ে দিয়ে সিবিআইয়ের তদন্তকারীরা সিজিও কমপ্লেক্সের দিকে বেরিয়ে যান।
সোমবার বিকেল থেকে দু-তিন ঘণ্টা সিবিআইয়ের তদন্তকারীরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের সংলগ্ন জায়গায় সূত্রের খোঁজে এসেছিলেন। তাঁরা খতিয়ে দেখেন চেস্ট মেডিসিন বিভাগ এবং ওই সেমিনার রুমে কোন কোন পথে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে আসা যায় তার সম্ভাব্য জায়গাগুলো। তারপর সিবিআইয়ের আধিকারিকরা এমারজেন্সি বিল্ডিংয়ের লাগোয়া একটি ক্যান্টিনের একতলা ও দোতলায় বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পুরো জায়গাটা তাঁরা ঘুরে দেখেন। এরপর সিবিআই আধিকারিকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় প্রথমে তাঁদের ঘিরে ধরেন একদল নার্স। তাঁদের মধ্যে কয়েকজন অন্যান্য হাসপাতাল থেকে এসেছিলেন। তাঁরা সিবিআইয়ের তদন্তকারীদের ঘিরে ধরে তদন্তে কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন তোলেন। বিচারের আর্জি জানাতে থাকেন। কয়েকজন কাঁদতে শুরু করে দেন। এরপর সিবিআইয়ের তদন্তকারীরা যখন হাসপাতাল ছাড়ছেন তখনই তাঁদের ঘিরে ধরেন দু-তিনজন ব্যক্তি। যাঁর মধ্যে একজন গালিগালাজ করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case: RG কর কাণ্ডে 'রাত দখল', 'ভোর দখল'-র পর এবার 'ধর্মতলা দখল'-র ডাক..
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)