Bankura: নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি খামারের জমি নিলেও কাজ না মেলার অভিযোগে বিক্ষোভ, বন্ধ কারখানা
Bankura News: স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে ধানের বীজ তৈরির খামারের জন্য এই গ্রামে জমি অধিগ্রহণ করা হয়। আর এর পরের বছর থেকে শুরু হয় কাজ। মাসদুয়েক আগে চালু হয় এই বেসরকারি সংস্থা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি খামারের (private factory) জন্য জমি নেওয়া হলেও, তা মানা হয়নি বলে অভিযোগ। পরিকাঠামো সম্পূর্ণ হলেই নিয়োগ করা হবে, আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (political tussle)।
চাকরির দাবিতে বিক্ষোভ
স্থানীয়দের কাজ দেওয়ার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল সদ্য চালু হওয়া বেসরকারি ফার্ম। বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার আমঠিয়া গ্রামে ঘটল এমনই ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে ধানের বীজ তৈরির খামারের জন্য এই গ্রামে জমি অধিগ্রহণ করা হয়। আর এর পরের বছর থেকে শুরু হয় কাজ। মাসদুয়েক আগে চালু হয় এই বেসরকারি সংস্থা।
গ্রামবাসীদের অভিযোগ, নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হলেও মেলেনি কাজ। কর্মসংস্থানের দাবিতে ২৮ জুলাই সংস্থার গেটে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এর জেরে কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
বড়জোড়ার বাসিন্দা ঋক শূরের কথায়, 'আমাদের চাকরির প্রতিশ্রুতি পেয়েই জমি দেওয়া হয়। সেখানে বাইরে থেকে শ্রমিক আনা হচ্ছে। তাই বিক্ষোভ। কারখানা বন্ধ আপাতত।'
দেবগিরি অ্যাগ্রো প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের আধিকারিক অর্ণব পাণ্ডা এবিষয়ে বলেন, 'কারখানা পুরোপুরি চালু হলে স্থানীয়দের নেওয়া হবে কাজে। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভে ১০ দিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে।'
কর্মসংস্থান-বিক্ষোভে বন্ধ হল সংস্থা। বিজেপির দাবি, নেপথ্যে রয়েছে তৃণমূলের মদত। অন্যদিকে তৃণমূলের পাল্টা মন্তব্য, 'ন্যায্য দাবিতে বিক্ষোভ করা হয়েছে'।
বড়জোড়া ২-এর বিজেপি মণ্ডল সভাপতি গৌতম মণ্ডল বলেন, 'শাসকদল পরিকল্পিতভাবে নিজের লোক ঢোকাতে চাইছে। সেইজন্য বিক্ষোভ হচ্ছে। প্রশাসন বা বিধায়কের হস্তক্ষেপ করা উচিত।'
বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখোপাধ্যায় বলেন, 'গ্রামবাসীদের দাবি ন্যায্য। কারখানা কর্তৃপক্ষের এটা দেখা উচিত।'
জমিদাতাদের বিক্ষোভ আর রাজনীতির টানাপোড়েনে বন্ধ কাজ। জট কাটিয়ে কবে থেকে ফের কাজ শুরু হবে, তার অপেক্ষায় শ্রমিকরা।






















