Alia University : ' অনলাইন না হলে পরীক্ষা বয়কট' এবার বিক্ষোভে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
Aliah University Agitation : অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি পড়ুয়াদের।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University ) অফলাইন-অনলাইন পরীক্ষা বিতর্কে পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা। অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি পড়ুয়াদের। অনলাইন পরীক্ষায় বেশি নম্বর উঠবে।
অন্যরা অনলাইন করলে আলিয়া বিশ্ববিদ্যালয় করবে না কেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয় পার্ক সার্কাস ক্যাম্পাসে। 'অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে' হবে। জানাল আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
খুন-প্রতারণার অভিযোগ ! পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের
গত সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ঘোষণা করে পরীক্ষা হবে অফলাইনে। স্রোতের বিরুদ্ধে হেঁটে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দেন উপাচার্য। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে। এই নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর ঘরের সামনে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করে। পড়ুয়াদের দাবি, ১৮ মে বিশ্ববিদ্যালয়ের তরফে অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। এত কম সময়ের প্রস্তুতিতে অফলাইন পরীক্ষায় বসা সম্ভব নয় বলে পড়ুয়াদের দাবি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্যদিকে, অনলাইনে পরীক্ষা দাবিতে বিক্ষোভ হয় বোলপুরের পূর্ণীদেবী কলেজে । রাস্তার সামনে বিক্ষোভ দেখানোর পর প্রিন্সিপালের দপ্তরের বাইরে ঢুকে বিক্ষোভ দেখানো হয় । দরজায় ধাক্কা ধাক্কি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । ঘেরাও করে রাখা হয় প্রিন্সিপালসহ শিক্ষক-শিক্ষিকাদের । অভিযোগ বোলপুরের পূর্ণীদেবি মহিলা কলেজে অনলাইনে পরীক্ষা দাবিতে বিক্ষোভ হয় । অভিযোগ দীর্ঘদিন ধরে অনলাইনে পড়িয়েছে শিক্ষক-শিক্ষিকারা অনেক শিক্ষক শিক্ষিকার মুখই তাঁরা দেখেননি । এই অবস্থায় তারা কোনওভাবেই অফলাইনে পরীক্ষা দিতে পারবেন না, দাবি নিয়ে কার্যত দফায় দফায় বিক্ষোভ । কলেজের গেটের বাইরে রাস্তা অবরোধ করে প্রথমে এক দফা বিক্ষোভ দেখান, এরপর প্রিন্সিপালের দপ্তরের দরজার সামনে ধাক্কাধাক্কি করে বিক্ষোভ দেখাতে থাকে । যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্র-ছাত্রীদের অভিযোগের একটা স্মারকলিপি পেয়েছি । বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। বৈঠক হওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে ।