Alipurduar News: ডেলিভারি বয়ের কাজ করেই পড়াশোনার খরচ বহন, গ্রাহকের হাতে আক্রান্ত 'স্নাতক' অমিত..
Alipurduar Graduate Delivery Boy Attacked: বিরিয়ানি ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার বাংলার এই গ্র্যাজুয়েট বঙ্গ সন্তান, নেওয়া হল হাসপাতালে
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিরিয়ানি চোরেদের হাতে আক্রান্ত ডেলিভারি বয় (Graduate Delivery Boy attacked)। মাথার পেছনে বাঁশের আঘাতে পড়ল ৫ টা সেলাই। কাজ করে পড়ার খরচ চালান দরিদ্র পরিবারের এই যুবকের ঘটনায় আতঙ্কগ্রস্ত পরিবার।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার থানার অন্তর্গত বঞ্চুকামারি গ্রামে। রক্তাক্ত ডেলিভারি বয় অমিত দাসকে তার সহকর্মীরা ভর্তি করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। চিকিৎসায় তার মাথার পেছনে পাঁচটা সেলাই পড়ে বলে জানা যায়। আতঙ্কগ্রস্ত আহত অমিত বর্তমানে বাড়িতে।জানা গিয়েছে, গত বুধবার আলিপুরদুয়ার থানার অন্তর্গত বঞ্চুকামারি গ্রামে অর্ডারের ৫ টি বিরিয়ানি ডেলিভারি করতে গিয়েছিল আক্রান্ত যুবক অমিতের সহকর্মী সুমিত ঘোষ।
অভিযোগ, গ্রাহকের সঙ্গে বেশ কিছু যুবক এসে, টাকা না দিয়েই বিরিয়ানি ছিনতাই করে পালিয়ে যায় তারা। বাধা দেবার চেষ্টা করলে সুমিতের উপর আক্রমণ করা হয়।অন্ধকার নির্জন গ্রাম্য এলাকায় খুব বেশি উত্তেজিত না হয়ে ফিরে আসতে বাধ্য হয় সুমিত। পরদিন, বৃহস্পতিবার একই স্থান থেকে আবারো বিরিয়ানির ওর্ডার আসে এবার অমিত ঘোষের কাছে। গতদিনের অভিজ্ঞতায় এবার ৬-৭ জন ডেলিভারি বয় একসঙ্গে সেখানে যায়। দেখতে পায় গত দিনের সেই দুষ্কৃতকারীদের। সেখানে বেধে যায় বচসা। বেশ কিছু যুবক ঘিরে ধরে ডেলিভারি বয়দের। এমন সময় পেছন থেকে দুষ্কৃতীদের তরফে নেমে আসে বাঁশের আঘাত।
পিছন থেকে মাথার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অমিত ঘোষ। বাকিরা কোনওক্রমে সক্ষম হয় নিজেদের বাঁচাতে। তারা রক্তাক্ত অমিতকে নিয়ে পালিয়ে আসে জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসায় মাথার পেছনে ৫ টি সেলাই পড়ে অমিতের। বাকিরা অল্প বিস্তর আহত হয়। ঘটনার বিস্তারিত জানিয়ে নাম সহ লিখিত অভিযোগও করেছে অমিতের বাবা। আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনার তদন্তে নামলেও 'অভিযুক্তরা পলাতক' বলে পুলিশ সূত্রে খবর।
দরিদ্র পরিবারের যুবকদের উপর এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অমিতের পরিবার। জানা যায়, অমিত এই ডেলিভারির কাজ করে নিজের পড়ার খরচ বহন করে। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে অমিত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিচ্ছে বলে জানা যায়। কিন্তু এমন ঘটনার অভিজ্ঞতায় দিশেহারা অমিত।
আরও পড়ুন, 'কংগ্রেসকে খতম করবে, আমি তাঁকে খাতির করব ?' কাকে বললেন অধীর ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।