Alipurduar Hospital: হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং, ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স! মৃত্যু সদ্যোজাতর
Alipurduar Hospital News: পরিবারের দাবি, কালচিনির রাঙামাটির বাসিন্দা ওই প্রসূতি অ্যাম্বুল্যান্সেই সন্তানের জন্ম দেন।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সরকারি হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং। অ্যাম্বুল্যান্সে জন্মানো সদ্যোজাতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিতে যেতে দেরি হওয়ায় শিশুমৃত্যুর অভিযোগ উঠল।
জানাযায়, সুস্মিতা সাঁওতাল নামে বছর চব্বিশের ওই প্রসূতি কালচিনি ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা। জানাযায় তিনি নয় মাসের গর্ভবতী অবস্থায় কালচিনি ব্লকের রাঙামাটি চা বাগানের চিকিৎসালয়ে দুইদিন ধরে চিকিৎসাধীনও ছিলেন তিনি। অবস্থা বেগতিক হলে তাঁকে আজ শুক্রবার সকালে লতাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকেও রেফার করা হলে অ্যাম্বুল্যান্স করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন প্রসূতি ও তার মা-সহ আত্মীয়রা ।
পরিবারের দাবি, কালচিনির রাঙামাটির বাসিন্দা ওই প্রসূতি অ্যাম্বুল্যান্সেই সন্তানের জন্ম দেন। অভিযোগ, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ইমার্জেন্সি থেকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাওয়ার পথে বাইক-সাইকেল দাঁড় করিয়ে রাখায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। ফলে প্রায় ২০ মিনিট সময় নষ্ট হওয়ার পর শিশুকে এসএনসিইউ-তে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনায় পরিবারের দাবী, সময় নষ্ট না হলে হয়তো সদ্যজাতের মৃত্যু হত না। যা নিয়ে ক্ষোভ অ্যাম্বুল্যান্সের চালকসহ পরিবারের। পরে ওই শিশুর মৃত্যু হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত সন্তান প্রসব করেছিলেন ওই মহিলা।
পাশাপাশি, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলে বলেও হাসপাতাল সুপারের দাবি।
আরও পড়ুন, শিয়ালদায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিল, শনি-রবিতে সমস্যা বাড়বে যাত্রীদের
এদিকে, রাজ্য়ে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। বর্ষা আসতেই বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ। এডিস ইডিপ্টাই মশার পাশাপাশি এডিস অ্য়ালবোপিক্টাস মশার কামড়েও ডেঙ্গি সংক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে পেট খারাপের উপসর্গ দেখা দিলেও সেই রোগীর ডেঙ্গি পরীক্ষা করানো হবে। ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রচার পদ্ধতিও পাল্টাচ্ছে কলকাতা পুরসভা।
বিশেষজ্ঞদের মতে, এডিস ইজিপ্টাই মশার আঁতুড়ঘরে থাবা বসাচ্ছে এডিস অ্য়ালবোপিক্টাস মশা। ফলে জ্বরের পাশাপাশি ডেঙ্গি রোগীর মধ্য়ে পেট খারাপের লক্ষণও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কারওর পেট খারাপের লক্ষণ দেখা গেলেও সংশ্লিষ্ট ব্য়ক্তির ডেঙ্গি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে