Alipurduar News: আলিপুরদুয়ারে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু লেপার্ড ক্যাটের
Alipurduar Leopard cat News: ২০১২ সালে একই ভাবে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি লেপার্ড ক্যাটের। বারংবার জঙ্গল পথে ধীর গতিতে গাড়ি চালানোর বিষয়ে বিভিন্ন ভাবে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি লেপার্ড-ক্যাটের (Leopard cat)। আনুমানিক সন্ধ্যে নাগাদ আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়ার পথে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে মৃত এই প্রানীর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রাজাভাতখাওয়া থেকে আলিপুরদুয়ারের দিকে আসতে গিয়ে এই দৃশ্য প্রথমে চোখে পড়ে বাইক আরোহী নিত্য যাত্রীদের। চিতার মতো ডোরাকাটা দাগের দেহ পড়ে থাকতে দেখে তারা চিতাশাবক ভেবেই ঘাবড়ে যান তাঁরা । আশেপাশে শাবকের মা থাকতে পারে ভেবে তাঁরা সেখান থেকে দ্রুত সরে গিয়ে খবর দেন বক্সার ওয়েষ্ট দমনপুর রেঞ্জ অফিসে। জানা গিয়েছে, নিহত লেপার্ড ক্যাটের শরীরের বাইরে থেকে আঘাতের চিহ্ন ছিল না। তবে মরদেহের পাশে তাজা রক্ত পড়ে থাকতে দেখেন নিত্য যাত্রীরা। নিত্য যাত্রীদের ধারনা, রাস্তা পারাপারের সময় দ্রুত গতির কোনও গাড়ির ধাক্কায় প্রাণীটির মৃত্যু হয়। যদিও গাড়ির চাকায় পিষ্ট হয়নি বলেই ধারনা তাঁদের।
বক্সা ব্যাঘ্র প্রকল্প (পশ্চিম)-এর উপক্ষেত্র অধিকর্তা পারভীন কাসওয়ান জানান, মৃত প্রানীটি লেপার্ড-ক্যাট প্রজাতির। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, গাড়ির ধাক্কায় ওই লেপার্ড ক্যাটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপক্ষেত্র অধিকর্তা।
উল্লেখ্য, ২০১২ সালে একই ভাবে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি লেপার্ড ক্যাটের। বারংবার জঙ্গল পথে ধীর গতিতে গাড়ি চালানোর বিষয়ে বিভিন্ন ভাবে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তবুও কমেনি জঙ্গল পথে গাড়ির গতি। তার কারনেই দুর্ঘটনার বলি হলো জঙ্গলের এই অমূল্য প্রাণী।
কয়েকমাস আগে আলিপুরদুয়ার জেলার বক্সা জঙ্গল সংলগ্ন নিমতিঝোড়া চা বাগানের নালা থেকে এক মাঝবয়সী পুরুষ হাতির মৃত দেহ উদ্ধার হয়েছিল।ঘটনার দিন বিকেলে নিমতি চা বাগানের ৬ নম্বর সেকশনের নালায় হাতির মৃতদেহ দেখতে পান শ্রমিকরা।বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর দেওয়া হয় বক্সা বন দফতরের নিমতি রেঞ্জে। ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। ক্রেনের সাহায্যে নালা থেকে হাতির দেহ উদ্ধারের করা হয়। বন দফতরের অনুমান ছিল, বাগানের নালায় আচমকা পড়ে যাওয়ার কারনেই হাতিটির মৃত্যু হয় । হাতিটি শরীরে বাইরে থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।