Ayodhya Ram Temple Inauguration: এবার সাইকেলে চেপে অযোধ্যার পথে রওনা জয়গাঁওয়ের কলেজ পড়ুয়ার
Jaigaon College Student : অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকতে একাকী সাইকেলেই রওনা দিলেন
অরিন্দম সেন, জয়গাঁও : আগের দিনই অযোধ্যার পথে হেঁটে রওনা হয়েছেন রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জের কান্তোর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো ৷ শনিবার সকালে রায়গঞ্জ রেলস্টেশন থেকে তাঁর যাত্রা শুরু হয়। এবার রামের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকতে সাইকেলে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন ভারত-ভুটান সীমান্ত জয়গাঁও-এর ২১ বছরের কলেজ পড়ুয়া। স্থানীয় হনুমান মন্দির থেকে আশীর্বাদ নিয়ে ও রামভক্তদের শুভেচ্ছা নিয়ে চাপলেন সাইকেলে।
২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সারাদেশের রাম ভক্তরা তা নিয়ে উচ্ছ্বসিত। গোটা দেশজুড়ে চলছে তার প্রস্তুতিও। অযোধ্যার পূজিত অমৃত কলস পৌঁছে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই কলসে রক্ষিত চাল, রাম-মন্দিরের ছবি, আমন্ত্রণপত্রসহ বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন রামভক্তরা। বহু রামভক্ত রওনা হয়েছেন সেই রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকতে।
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সেই সন্ধিক্ষণের সাক্ষী থাকতে একাকী সাইকেলেই রওনা দিলেন জয়গাঁওয়ের বাসিন্দা ২১ বছরের কলেজ পড়ুয়া তাপস বর্মণ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও-এর ছোট মেচিয়াবস্তির বাসিন্দা তাপস। দার্জিলিং জেলার বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
এর আগে তিনি জয়গাঁও থেকে বিহারের সুলতানগঞ্জ শিবমন্দিরে গিয়েছিলেন প্রায় ৪০০ কিমি হাটাঁ পথে। এবার অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে উপস্থিত থাকার বাসনায় তাঁর প্রায় ৯০০ কিমি পথের এই কঠিন যাত্রা। যাত্রার শুভারম্ভে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সম্বর্ধিত করার পাশাপাশি মঙ্গল তিলকের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানায় জয়গাঁও হিন্দু জাগরণ মঞ্চ।
তাপস জানান, প্রায় ৯০০ কিমি পথ অতিক্রম করে অযোধ্যার রাম মন্দির থেকে আসা পূজিত অক্ষয় চাল বিতরণ করে তাঁর এই সম্পর্কযাত্রা ১০-১২ দিন ধরে চলবে। তাঁর কথায়, প্রভু রামের ১৪ বছর বনবাস কাটার পরেও কলিযুগে তিনি দ্বিতীয়বার বনবাসে যান ৫০০ বছরের জন্য। সেই বনবাস সম্পন্ন করেই তিনি তাঁর গৃহস্থানে ফিরে আসছেন। সেই কারণে সারা ভারতবাসীর সঙ্গে তাঁর হৃদয়ও রাম-ময় হয়ে উঠেছে। তাই, রামের প্রাণ প্রতিষ্ঠার মঙ্গলময় সন্ধিক্ষণে উপস্থিত থাকতেই তাঁর এই সাধনা বলে জানান তাপস।
যদিও সঠিক মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন এই কলেজ পড়ুয়া।
আরও পড়ুন ; সেল্ফ ডিফেন্সের বার্তা, অযোধ্যার পথে হেঁটে রওনা রায়গঞ্জের যুবকের