Alipurduar News: চা বাগানে গরু চড়াতে গিয়ে অঘটন, আচমকাই ঝাপিয়ে পড়ল লেপার্ড..
Alipurduar Leopard Attack: মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে, চা বাগানে গরু চড়াতে গিয়ে আচমকাই লেপার্ডের হামলা..
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: লেপার্ডের হামলায় আহত হলেন এপ্রেল সাভার নামের এক যুবক ( Leopard Attack)। আহত যুবক বর্তমানে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Hospital)। সোমবার বিকালে বানারহাট থানার রেড ব্যাঙ্ক চা বাগানে গরু চড়াতে গেলে একটি লেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়লে তার মাথায় এবং মুখে লেপার্ডের নখের আঁচড়ে গভীর ক্ষত হয়। বানারহাট হাসপাতালে নিয়ে গেলে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রেফার করা হয়।
গাড়ির ধাক্কাতেও অনেকসময় প্রাণ হারাতে হয়েছে চিতাবাঘকে
রাজ্যে এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। অনেকসময় বিভিন্ন সিসিটিভি গুলিতে চিতাবাঘের ফুটেজ ধরা পড়ে। খাবারের খোঁজে বাইরে বেরিয়ে এলে অনেকক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সাধারণ মানুষকেও। তবে অন্য ঘটনারও সাক্ষী আলিপুরদুয়ার। ঘন জঙ্গল ঘেরা রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক ঘটনার মুখোমুখী হতে হয়েছে ওই বন্য প্রাণীদের। গাড়ির ধাক্কাতেও অনেকসময় প্রাণ হারাতে হয়েছে চিতাবাঘকে।
মাছ ধরতে গিয়ে প্রায়শই বাঘের মুখে পড়তে হয়েছে মৎসজীবীদের
শুধুই যে আলিপুরদুয়ার এমন নয়, মাছ ধরতে গিয়ে প্রায়শই বাঘের মুখে পড়তে হয়েছে মৎসজীবীদের। এটা অধিকাংশ ক্ষেত্রে সুন্দরবন এলাকায় ঘটে। বাঘেদের মল, মূত্র, পায়ের ছাপ যতই বুঝে এগোনো হোক না কেন, কখনও কখনও যাবতীয় অভিজ্ঞতাও হার মেনে যায়। আচমকা হামলার মুখে পড়ে প্রাণ হারাতে হয়।
নৌকা করে যাওয়ার সময় আচমকাই লাফ দেয় সেই বাঘ
এমন ঘটনা অতীতে বহুবার ঘটেছে। কাঁকড়া ধরতে গিয়ে তিন জন মৎসজীবী বাঘের হামলার মুখে পড়েছেন। নৌকা করে যাওয়ার সময় আচমকাই লাফ দেয় সেই বাঘ। বন্ধুকে বাঁচানোর জন্য় অনেক চেষ্টা করেও হার মানতে হয়েছ। বাঘ হয়তো বিদায় নিয়েছে। তবুও হামলায় রক্তাক্ত হয়েছে সঙ্গীর মৃত্যু হয়েছে। আর তারই মৃতদেহ সঙ্গে নিয়ে গ্রামে ফিরেছেন বাকিরা।
আরও পড়ুন, 'কথা দিয়েও, রাখেননি দেব', স্কুল মেরামতির টাকা না পৌঁছতেই পোস্টার BJP-র
দক্ষিণ ২৪ পরগনায় ভুরিভুরি ঘটনা
উদাহরণ রয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতেও। বাইশ সালে পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া বন দফতরে। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। পাতা হয় ফাঁদ। অবশেষে বহু চেষ্টার পর খাঁচাবন্দি হয় বাঘ। তবে কুলতলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলকে দেখত পাওয়া যায় ।