Suvendu Adhikari: 'চোরেদের রানি কে ?' আলিপুরদুয়ারের সভায় প্রশ্ন শুভেন্দুর
Suvendu in Alipurduar: দোরগড়ায় নবান্ন অভিযান বিজেপির। আর ঠিক তার আগেই আলিপুরদুয়ারের সভা থেকে, চোর ধরো, জেলে ভরো স্লোগানে সরব হলেন শুভেন্দু অধিকারী।
আলিপুরদুয়ার: দোরগড়ায় নবান্ন অভিযান বিজেপির। আর ঠিক তার আগেই আলিপুরদুয়ারের সভা থেকে, চোর ধরো, জেলে ভরো স্লোগানে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'চোরেদের রানি কে ?' আলিপুরদুয়ারের সভা থেকেই সরাসরি প্রশ্ন ছুড়লেন তিনি।
আলিপুরদুয়ারে কী বার্তা শুভেন্দুর ?
এদিন শুভেন্দু বলেন, আপনারা জানেন আমি অনেকদিন পরে আলিপুরদুয়ারে এলাম। আমি পরিবর্তন যাত্রায় এসেছিলাম।আলিপুরদুয়ারের গ্রামীণ এলাকায় সভা হয়েছিল। সেদিনই বুঝেছিলাম। সেই আলিপুরদুয়ারের সভা থেকে ফালাকাটা পর্যন্ত গিয়েছিলাম। তৃণমূলের লোকেরা ফালাকাটার সব লাইট অফ করে দিয়েছিল। কিন্তু মানুষ তার মোবাইল ফোনের আলো জ্বালিয়ে আলিপুরদুয়ার থেকে ফালাকাটা পর্যন্ত তাঁরা বুঝিয়ে দিয়েছিল, যে এবারে পিসিমনিকে আলিপুরদুয়ার থেকে খালি হাতে ফিরতে হবে। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছি। তবে আজকে কেন এসেছি আপনাদের জানা আছে তো ? ' বলে অডিয়েন্সের দিকে প্রশ্ন ছোঁড়েন শুভেন্দু। এরপরেই সবাই তার সঙ্গে গলা মেলাতে বলে বলেন, 'চোরেদের জেলে ভরো, ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো।' এরপর 'পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে ?' অডিয়েন্সে প্রশ্ন করলেন শুভেন্দু।
১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক
১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। ঠিক তার আগেই আলিপুরদুয়ার থেকে হুঙ্কার শুভেন্দুর। প্রসঙ্গত, মূলত সম্প্রতি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ইতিমধ্যেই যা নিয়ে শুভেন্দু সম্প্রতি বীরভূমের সভায় স্লোগান তোলেন, 'পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর।পার্থ চোর-কেষ্ট চোর , তৃণমূলের সবাই চোর।'
আরও পড়ুন, 'দিদি এই পরিবারের সঙ্গে দেখা করুন', মুখ্যমন্ত্রীকে 'অনুরোধ' অধীরের
সম্প্রতি বীরভূমের সভায় শুভেন্দু অধিকারী বলেন, 'বালি চুরি কোথায় বেশি হয়, তার নাম বীরভূম। কয়লাচুরি কোথায় বেশি হয়, আসানসোল, পুরুলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে, তার নাম হল বীরভূম। পাথর চুরি কোথায় হয়, তার নাম হল বীরভূম। বেআইনি টোল ট্য়াক্স বসিয়ে কোটি কোটি টাকা প্রত্যেকদিন লুঠ কোথায় হয়, তার নাম হল বীরভূম। ১০০ দিনের টাকা মারা থেকে গরুপাচার, সবকিছুর দুর্নীতির জায়গা এই বীরভূমকে পরিণত করছেন কে, করেছেন অনুব্রত মণ্ডল আর সাথীবৃন্দ। কেষ্টা একা খায়নি, কলকাতা পাঠিয়েছে, কালীঘাটে গিয়েছে।'