SLST News: গান্ধী মূর্তির সামনে থেকে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
তাঁদের দাবি, অনুমতি থাকা সত্ত্বেও এদিন অবস্থান তুলে দেয় পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, গান্ধী প্রয়াণ দিবসে রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তার কারণেই সরানো হয়েছে বিক্ষোভকারীদের।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গান্ধী মূর্তির সামনে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের (Job Candidate Protest) বিক্ষোভ অবস্থান তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ২০১৬-র এসএলএসটি (SLST) পাস চাকরিপ্রার্থীরা ১০৫ দিন ধরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ অবস্থান করছেন। তাঁদের দাবি, অনুমতি থাকা সত্ত্বেও এদিন অবস্থান তুলে দেয় পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, গান্ধী প্রয়াণ দিবসে রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তার কারণেই সরানো হয়েছে বিক্ষোভকারীদের।
উল্লেখ্য, যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি (Job) না পাওয়ার অভিযোগ।২৭ জানুয়ারি হাজরা মোড়ে (Hazra More) চাকরি প্রার্থীদের বিক্ষোভ আটকাল পুলিশ (Kolkata Police)। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পথেই পুলিশ আটকালে ধস্তাধস্তি শুরু হয়। শারীর শিক্ষা, কর্ম শিক্ষার চাকরির প্রার্থীরা বিক্ষোভ দেখায় এদিন। আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ।
এদিন নিয়োগের দাবিতে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বাধে। প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পরে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।
অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার সকালে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় প্রেস ক্লাব চত্বরে। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় চাকরিপ্রার্থীদের।
বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁরা প্রত্যেকেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থী। অভিযোগ, কয়েক বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে চাকরি দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, স্কুল-কলেজ খোলার দাবি। বিকাশ ভবনের সামনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)সহ বিজেপি বিধায়কদের আটকায় পুলিশ। সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে বিকাশ ভবন যাওয়ার সময় বাধা পান তিনি। পুলিশের বাধায় রাস্তাতেই দলীয় বিধায়কদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিরোধী দলনেতা।
কোভিড পরিস্থিতিতে দিকে দিকে স্কুল-কলেজ খোলার দাবি জোরাল হচ্ছে। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আজ শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বিধায়কদের একটি দল আজ বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। স্কুল-কলেজ খোলার দাবি জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, বিকাশ ভবনের সামনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু-অগ্নিমিত্রা। যদিও তাঁদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বাধা পেয়ে রাস্তাতেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু-অগ্নিমিত্রারা। রাজ্য শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তাঁরা। কড়া ভাষায় আক্রমণ করেন।