Molestation Allegation: ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, নাইট শিফট থেকে ফেরার পথে হেনস্থার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী
Sector V: অভিযোগ, লেডিস কম্পার্টমেন্টে উঠে আসে ওই ব্যক্তি। তরুণীর শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত।
সল্টলেক: বাড়ি ফেরার পথে ট্রেনে তথ্যপ্রযুক্তি কর্মীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। নাইট শিফটের পর ভোরবেলা বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা (Ultadanga) থেকে ব্যারাকপুরগামী (Baracpore) ট্রেনে ওঠেন তরুণী। উল্টোডাঙা ও দমদম স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়ানোর সময় উঠে আসে অভিযুক্ত। অভিযোগ, লেডিস কম্পার্টমেন্টে উঠে আসে ওই ব্যক্তি।
তরুণীর শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত। এরপর ট্রেনের মধ্যেই আতঙ্কে চিৎকার করতে শুরু করেন তরুণী। তরুণীর চিৎকার শুনে এগিয়ে আসেন একজন মহিলা। মহিলা আসতেই ট্রেন থেকে নেমে পালায় অভিযুক্ত। পরে দমদম স্টেশনের দিকে রওনা হয় ট্রেন। সোশাল মিডিয়া মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের। গতকাল ভোরবেলার ঘটনায় এখনও আতঙ্কে তথ্যপ্রযুক্তি কর্মী। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
আরও পড়ুন: Dilip Ghosh: 'বাংলার মায়েদের অপমান', মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দিলীপের বিরুদ্ধে এফআইআর দেগঙ্গায়
ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: এর আগে লাক্সারি ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত। সল্টলেক থেকে হাওড়া যাচ্ছিলেন দুই তরুণী। অভিযোগ, অ্যাপ ক্যাব চালক তরুণীদের কুপ্রস্তাব দেয়। গাড়ি লক করে শ্লীলতাহানি করা হয়। হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। চারু মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনোজ কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
মালদায় শ্লীলতাহানি: কিছুদিন আগে মালদায় রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগ উঠেছিল। ঘটনায় আটক করা হয় মালদা মেডিক্যাল কলেজের (Malda Medical College and Hospital) ৩ নিরাপত্তারক্ষীকে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
ঠিক কী হয়েছিল: আত্মীয়র পরিচর্যার জন্য রাতে হাসপাতালে থাকতে গিয়ে বিপত্তি। ওঠে শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তোলার চেষ্টার অভিযোগ! কাঠগড়ায় হাসপাতালের ৪ নিরাপত্তারক্ষী। শুক্রবারের এই ঘটনার জেরেই প্রশ্নের মুখে মালদা মেডিক্যাল কলেজের (Malda M) নিরাপত্তা ব্যবস্থা! ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।