Amarnath Disaster: ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ থেকে ফিরলেন বানতলার ৭৮জন
২ জুলাই কলকাতা (Kolkata) থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৭৮ জন পুণ্যার্থী। চোখের সামনে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে
কলকাতা: ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ (Amarnath) থেকে ফিরলেন বানতলার ৭৮জন। ২ জুলাই কলকাতা (Kolkata) থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৭৮ জন পুণ্যার্থী। চোখের সামনে হরপা বান বিপর্যয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে (Jammu-Tawai Express)।
হরপা বানে বিপর্যয়: গত ৮ জুলাই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হয় অমরনাথ। হরপা বানে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এর পরেই স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্ শুরু হয় বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ক্যাম্প। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগায় NDRF। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন মোদি-শাহসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করে NDRF। অমরনাথ দর্শনে গিয়ে মেঘভাঙা বৃষ্টির কারণে বিপর্যয়ের মধ্যে পড়েন পুণ্যার্থীরা। তাঁদের মধ্যে ছিলেন রাজ্যের বহু পর্যটক। ছিলেন কলকাতার কয়েকজন বাসিন্দাও। তাঁদের সঙ্গে বহু কষ্টে যোগাযোগ করতে পেরেছে পরিবার। এরপরেই প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা শুরু হয়। বিধ্বস্ত অমরনাথে মৃতের সংখ্যা বেড়েছে ক্রমশ।
বর্ষা মুহুরির মৃত্যু: অমরনাথ বিপর্যয়ে বারুইপুরের বর্ষা মুহুরির মৃত্যু হয়। ১৬ জুলাই ফেরার কথা ছিল বাড়িতে। তার পাঁচদিন আগে কফিনবন্দি হয়ে ফিরলেন বারুইপুরের বর্ষা মুহুরি। অমরনাথ বিপর্যয় প্রাণ কেড়েছে মেধাবী ছাত্রীর। ১ জুলাই মা, মামা ও প্রতিবেশী-সহ ৭ জনের দলটি অমরনাথ রওনা দেয়। শুক্রবার হড়পা বানের সময় বোন ও ভাগ্নির হাত ধরেছিলেন মামা। পাথর গড়িয়ে আসায় মাকে বাঁচাতে যান বর্ষা। টাল সামলাতে না পেরে ভেসে যান ২২ বছরের তরুণী। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী উজ্জ্বল মিত্র। চোখের সামনে পাড়ার মেয়ের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি। সবমিলিয়ে রাজ্যবাসীর উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়ায় অমরনাথ।
ফের শুরু অমরনাথ যাত্রা: উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের পর কেটে গিয়েছে তিনদিন। এখনও নিখোঁজ ৪১ জন পুণ্যার্থী। মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যেই ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। পহেলগামের পর এবার বালতাল রুটে যাত্রা শুরু। এদিন জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দেয় একটি দল। দলে রয়েছেন ৭ হাজারের বেশি পুণ্যার্থী। যাত্রাপথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।