Mamata On Ambedkar: 'অম্বেদকরের অপমান মানব না..', BJP সরকারকে ধিক্কার মুখ্যমন্ত্রীর, সোমবার প্রতিবাদ মিছিলের ডাক
Mamata Attack BJP On Ambedkar: অম্বেডকর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
কলকাতা: অম্বেডকর ইস্যুতে জল গড়িয়েছে অনেক দূর। গতকাল সংসদ চত্বরে উত্তেজনা ছড়ায়। ধাক্কাধাক্কিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ বিজেপি নেতা। সারঙ্গীর অভিযোগ, রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন ! যদিও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল খাড়গেও আহত হয়েছেন। তবে বিজেপি সাংসদ আহত হওয়ার ঘটনায়, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের করে বিজেপি। গতকাল বড়দিনের উৎসব সূচনায় গিয়ে এই প্রসঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন যে এই বিষয়টি নিয়ে তিনি স্তম্ভিত। ঘটনার ২৪ ঘণ্টা পার হতেই এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বলেন,' আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব অম্বেদকরের অপমান মানছি না মানব না। এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। ..এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত। এবং আমাদের দলিত এবং আধিবাসী ভাইবোনেদের প্রতি বিশ্বাসঘাতকতা। অম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অপমানের বিরুদ্ধে সরব হতে আগামী ২৩ ডিসেম্বর দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভায় এবং কলকাতার প্রতিটি ওয়ার্ড প্রতিবাদ মিছিল হবে।'
সংবিধান স্রষ্টাকে অপমানের অভিযোগ উঠেছে অমিত শাহের বিরুদ্ধে।আর তাকে কেন্দ্র করেই গতকাল আইন প্রণয়নের মন্দিরের সামনেই বেনজির ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিেলেন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা।চলেছিল রীতিমতো রক্তারক্তিকাণ্ড। জখম হন বিজেপি সাংসদ। পায়ে চোট লাগে কংগ্রেস সভাপতি ও রাজ্য়সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের। সংসদ ভবন চত্বরে ধাক্কাধাক্কির মধ্য়েই উঠেছিল 'জয় ভীম','জয় হিন্দ' স্লোগান। মাথায় আঘাত লেগেছিল ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গীর। এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার বিস্ফোরক অভিযোগ তোলে বিজেপি।
আরও পড়ুন, ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার ! এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই দৌড় চোরদের..
ওড়িশা বালেশ্বর বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী বলেছিলেন, রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারে, তিনি আমার ওপর পড়ে যান, আমি নীচে পড়ে যাই। বিজেপি সাংসদের অভিযোগ আপনি তাঁকে ধাক্কা মেরেছেন। তাঁর চোট লেগেছে, সাংবাদিকের এই কথার উত্তরে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, না না, দেখুন, আপনাদের ক্যামেরায় নিশ্চয় থাকবে, এটা সংসদের প্রবেশ দ্বার, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। বিজেপি সাংসদ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, ধাক্কা দিচ্ছিলেন, আমাকে ধমকাচ্ছিলেন।' অভিযোগ, কংগ্রেস সাংসদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। দুই বিজেপি সাংসদই হাসপাতালে ভর্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।