Amit Shah: কলকাতায় পা রাখলেন অমিত শাহ, কাল পেট্রাপোলে মৈত্রী গেটের উদ্বোধন করবেন
Amit Shah In Kolkata: আগামীকাল রবিবার তিনি প্রথমে যাবেন পেট্রাপোলে। সেখানে যোগ দেবেন বিএসএফের একটি অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক।
কলকাতা: শহরে পা রাখলেন অমিত শাহ (Amit Shah)। সামনেই উপনির্বাচন। তার আগেই ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাত ১১.৩০ নাগাদ কলকাতায় পা রাখেন অমিত শাহ। আগামীকাল রবিবার তিনি প্রথমে যাবেন পেট্রাপোলে। সেখানে যোগ দেবেন বিএসএফের একটি অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক। বিমানবন্দর থেকে নিউটাউনের একটি বেসরকারি হোটেলে উঠবেন অমিত শাহ।
আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন রয়েছে ৬ বিধানসভা কেন্দ্রে। তার আগেই বঙ্গ সফরে এলেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এছাড়াও রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়রাও ছিলেন। স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের সেই হোটেলেই বিজেপির কয়েকজন কার্যকর্তা থাকবেন। সেখানে একটি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পেট্রোপোল সীমান্তে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন। বিমানবন্দরের বাইরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি সমর্থক। বিমানবন্দর থেকে গাড়িতে বেরিয়ে যাওয়ার সময় তাঁদের উদ্দেশে হাত নাড়েন। আগামীকাল রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে চলে আসবেন অমিত শাহ। সেখান থেকে বিএসএফের হেলিকপ্টার করে তিনি চলে যাবেন বনগাঁয়। সেখান থেকেই স্থলপথে পেট্রাপোলে যাবেন।
ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখে, দেখা করতে চেয়েছেন আর জি কর হাসপাতালের নিহত তরুণী-চিকিসকের মা-বাবা। এই অবস্থায়, কুণাল ঘোষ বলেন, যেহেতু তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চান, তাই এই বিষয়টাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা উচিত। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
আর জি কর-কাণ্ডে তোলপাড় বঙ্গ-রাজনীতি। তার মধ্যেই, প্রথমবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখেছেন নিহত তরুণী-চিকিসকের মা-বাবা। চিঠিতে নির্যাতিতার বাবা লিখেছিলেন, ''আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি।'' তাই প্রশ্ন একটাই, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কী দেখা করবেন অমিত শাহ? রবিবারই দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর। এখন দেখার, নিজের ব্যস্ত সূচির মধ্যে সময় বের করে আদৌ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কি না স্বরাষ্ট্রমন্ত্রী।