Amit Shah: বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের
Amit Shah On Bengal Govt: বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি । দুর্গাপুজোর উদ্বোধনে এসে বড় বার্তা দিলেন অমিত শাহ।
![Amit Shah: বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের Amit Shah in Kolkata Durga Pujo: Amit Shah indicated the change of government with out any specification during Durga Puja inauguration Amit Shah: বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/1175196ae32a934ad59f186b7ffd9a381697466596023484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে শাহ এলেন শহরে (Amit Shah in Kolkata)। সন্তোষ মিত্র স্কোয়ারে এসেই স্পষ্ট বললেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি..'। কিন্তু তা কি হয় ? যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার 'রামমন্দির', সেখানে কোনও পরোক্ষভাবেও রাজনৈতিক কথা হবে না, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহলও। তাই চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায় পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। সবমিলিয়ে বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি !
এদিন অমিত শাহ বাংলার সকলে দুর্গাপুজোর 'শুভকামনা' জানিয়ে বলেন, সকালে গুজরাত থেকে বেরিয়ে, ছত্তিশগড় হয়ে শেষঅবধি বাংলায় এসেছি। শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নিতেই এসেছি।..দীপাবলির থেকেও বড় উৎসব এই দুর্গাপুজো', গোটা দিনের জল্পনা উসকে দিলেন অমিত শাহ। তিনি বলেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি, আমি পশ্চিমবঙ্গে ফের আসব, রাজনীতির কথাও বলব, আর এখানে পরিবর্তন করার জন্য পুরো জোর লাগাবো।'
এর পরেই শাহের সংযোজন, কিন্তু আজ , 'আমি কেবল, যে রামমন্দির অযোধ্যায় তৈরি হতে চলেছে, জানুযারিতে অযোধ্যায় রামমন্দির তৈরির আগেই, উত্তর কলকাতার প্যান্ডেলে রামমন্দিরের উদঘাটন কলকাতাবাসী করে দিয়েছে।এই জন্য ওদের শুভকামনা জানাই।' প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোটের আগে উদ্বোধন হতে পারে অযোধ্য়ার রামমন্দির। তার আগে এবারের পুজোয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রামমন্দির। যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, বাংলায় কি এবার ' রাজনীতির থিম' রামমন্দির?
বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজোরও এবারের থিম রামমন্দির। এই ক্লাবের সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে, নিউটাউন মেলা প্রাঙ্গনের পুজো উদ্যোক্তাদেরও এবারের পছন্দের থিম ছিল রামমন্দির। তবে এবার,থিম রামমন্দিরে প্রশাসন অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ২৫ অগাস্ট আদালত থেকে মেলে অনুমতি। কিন্তু, হাতে একেবারেই সময় কম থাকায় পরিকল্পনা বদল করেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, ৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আর এবার তাঁদের পুজোর থিম, অযোধ্যার রাম মন্দির।এবারে পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ছবির বন্যা। নজর কেড়েছে প্যান্ডেলের আলোকসজ্জাও। এদিন অমিত শা-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি এরই মধ্যে রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তিনিও সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, পুজোর মাঝেই অঘটন, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম বালক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)