TMC MLA Absent in Assembly: অমিত শাহর সভার দিন বিধানসভায় অনুপস্থিত ৩ তৃণমূল বিধায়ক !
Amit Shah BJP Rally TMC News : লোকসভা ভোটের আগে বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা হচ্ছে তৃণমূলের তরফে। এরই মধ্যে প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত রইলেন প্রশ্ন করার তালিকায় নাম থাকা ৩ জন তৃণমূলের বিধায়ক।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নজিরবিহীন ঘটনা বিধানসভার অধিবেশনে। প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত রইলেন প্রশ্ন করার তালিকায় নাম থাকা প্রথম ৭ বিধায়ক। এর মধ্যে রয়েছেন ৩ জন তৃণমূলের বিধায়ক, চারজন বিজেপির বিধায়ক।
লোকসভা ভোটের আগে বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা হচ্ছে তৃণমূলের তরফে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মেনে , কে কখন হাউসে ঢুকছে, কখন বেরোচ্ছেন তার রেকর্ড রাখা হচ্ছে। তৃণমূলের তরফে অনুপস্থিত ছিলেন দেবেশ মণ্ডল, অপূর্ব সরকার, রফিকুল ইসলাম। একের পর এক নাম ডাকার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এতজন বিধায়ক অনুপস্থিত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা ঠিক হচ্ছে না। পরিষদীয় মন্ত্রীকে বিষয়টি দেখার জন্য বলেন অধ্যক্ষ। দলের বিধায়কদের হাজিরা নিয়ে ইতিমধ্যেই কড়াকড়ি করেছে তৃণমূল। বিধানসভায় চালু হয়েছে হাজিরা খাতা। তারপরেও দলের বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন।
অন্যদিকে প্রত্যাশা মতোই, অমিত শাহর সভার জন্য আজ বিধানসভা অধিবেশনে উপস্থিত নেই বিজেপি বিধায়করা। একমাত্র বিরোধী হিসেবে উপস্থিত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর দাবি, বিধানসভার ভিতরে বিজেপি লোক দেখানো বিরোধিতা করে। যতটুকু বিরোধিতা তা তিনিই করার চেষ্টা করেন।
গত সপ্তাহে নেতাজি ইন্ডোরের সভা থেকে বিধানসভায় তৃণমূল বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এই নির্দেশের পর, অ্য়াটেন্ডেন্স খাতায় সই করছেন তৃণমূল বিধায়করা। বিধানসভায় দলের তরফে এই নতুন 'বিধান'-এর মধ্যেই অমিত শাহের সভার দিনেই অনুপস্থিত তৃণমূলের ৩ সদস্য !
এদিন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়াতে কালো পোশাক পরে বিধানসভায় যান তৃণমূলের বিধায়করা। বুধবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রায় ৫১ হাজার চিঠি তৃণমূলের, কী লেখা ?
এরই মধ্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রায় ৫১ হাজার চিঠি পাঠিয়েছে যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। চিঠিতে তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। শাহর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও।