Amitabh Bachchan : 'তিন বছর আসতে পারিনি কষ্ট হয়েছে, ভালবেসে আবার ডাকার জন্য ধন্যবাদ' আবেগপ্রবণ অমিতাভ
KIFF : মাঝের সময়টায় আসতে না পেরে যে তিনিও কিছুটা কষ্টে ভুগেছেন, সেটাই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বলিউডের শাহেনশাহ।
কলকাতা : '৩ বছর ধরে ভেবে বুকে, পেটে কথা ভরে এনেছে....' জয়া বচ্চনের (Jaya Bachhan) যে কথা শুনে ওঠে হাসির রোল। করোনা আবহ ও শারীরিক অসুস্থতার জেরে মাঝে কয়েক বছরের ব্যবধানে ফের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চে হাজির হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মাঝের সময়টায় আসতে না পেরে যে তিনিও কিছুটা কষ্টে ভুগেছেন, সেটাই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বলিউডের শাহেনশাহ।
বক্তব্য রাখতে গিয়ে বাংলায় শুরু করেন তিনি। যেখানে শুরুতেই অমিতাভ বচ্চন বলেন, '৩ বছর কিফে (KIFF) আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে। মমতাদিকে ধন্যবাদ ফের একবার আমন্ত্রণ করার জন্য। আবার একবার ভালবেসে ডেকে পাঠানোর জন্য ধন্যবাদ কলকাতা।' যার পরই কলকাতার সঙ্গে ব্যক্তিগত টান ছুঁয়ে অমিতাভের সংমযোজন, 'কলকাতা আমার বাড়ির মতো। আপনাদের জামাইবাবু জীবনভর আপনাদের সঙ্গে জামাইবাবু হয়েই থাকবে।' অল্প বক্তব্যের শেষে জয়া বচ্চন অমিতাভের জামাই প্রসঙ্গ তুলেই বলেছিলেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম কম।'
মাঝে করোনাকালে কলকাতায় না আসতে পারার আফশোশ ঝরে পড়ে শাহরুখ খানের গলাতেও। নেতাজি ইন্ডোরে সিনেমার জয়গানের ঘরোয়া পরিবেশের মাঝে বাংলা ও বাংলার সিনেমার উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় অমিতাভের মুখে। যার বক্তব্যের কিছুটা আগেই শত্রুঘ্ন সিনহা অভিহিত করেছিলেন 'ন্যাশনাল আইকন' হিসেবে।
কলকাতায় তাঁর প্রথম চাকরি। জয়া বচ্চনের প্রথম সিনেমা নিয়ে আবেগ ঝড়ে পরার পাশাপাশি কলকাতা ও বাংলার সংস্কৃতি, কৃষ্টি নিয়েও। করোনাকালে আর্থ-সামাজিক ধাক্কা থেকে চলচ্চিত্র জগতেও প্রবল আঘাতের প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। তবে মহামারি যে শেষ কথা নয়, প্রবল প্রত্যয় ও সাহস দিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই করা যায়, সেটা সিনেমাজগৎ সামনে থেকে দাঁড়িয়ে দেখিয়েছে বলেই মনে করেন বিগ বি।
স্প্যানিশ ফ্লু, প্রথম বিশ্বযুদ্ধের জোড়া বাধা পেরিয়েই ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এসেছিল বলেও মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। কার্যত একই সুরে শাহরুখও বলেন, 'পৃথিবী যা খুশি করে নিক, আমি, আপনি আর সমস্ত ইতিবাচক মানুষেরা এই মুহূ্র্তে বেঁচে রয়েছেন। এর চেয়ে বড় সত্যি আর কিছু হয় না।'