Birbhum News: ফের বোমা বিস্ফোরণ বীরভূমে, কীর্ণাহারে এক কিশোর সহ আহত দুই
Bomb Blast: বার বার বীরভূম। আবার বোমা বিস্ফোরণ।আবার আহত নাবালক। বীরভূমের কীর্ণাহারে সকেট বোমা ফেটে আহত হল এক কিশোর সহ দুজন।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পুরনো লোহালক্কড় ঝাড়াই বাছাই করতে গিয়ে সকেট বোমা বিস্ফোরণ (Bomb Blast)। বীরভূমের কীর্ণাহারে এক কিশোর সহ আহত ২। ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি।
সকেট বোমা বিস্ফোরণ: বার বার বীরভূম। আবার বোমা বিস্ফোরণ।আবার আহত নাবালক। বীরভূমের কীর্ণাহারে সকেট বোমা ফেটে আহত হল এক কিশোর সহ দুজন। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, লোহালক্কড়ের ব্যবসা করেন সরডাঙা গ্রামের বাসিন্দা শেখ মঞ্জু। এই বাড়িতে মজুত করে রাখা ছিল সেইসব জিনিস। তার মধ্যে ছিল একটি সকেট বোমা। এদিন ঝাড়াইবাছাই করার সময় বোমাটি ফেটে যায়। গুরুতর আহত হয় ১৫ বছরের কিশোর। তানজিলা বিবি নামে এক মহিলাও বোমার আঘাতে আহত হন। দু'জনকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লালটু শেখ এবং দলীয় কর্মী নিউটন শেখের। গত বছরের ২৩ ডিসেম্বর মাড়গ্রামেই মামাবাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের। চোখ হারায় আর এক ভাই। বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। শুধু বীরভূম নয়, এর আগে বোমায় শৈশব রক্তাক্ত হয়েছে বহু জেলায়। এবার কৈশোর রক্তাক্ত হল কীর্ণাহারে।জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের