Anubrata Mandal: গরুপাচার মামলায় নথি জমা করলেন অনুব্রত, হাজিরা নিয়ে সংশয়
Cattle Smuggling Case: শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে CBI। কিন্তু, তিনি সেদিন হাজিরা দেবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
প্রকাশ সিন্হা, সুকান্ত মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, কলকাতা: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই (CBI) দফতরে নথি জমা দিলেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আইনজীবী। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রতর আয়কর, সম্পত্তি সংক্রান্ত নথি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল সিবিআই। সেইসমস্ত নথিই এদিন জমা দেন অনুব্রতর আইনজীবী।
সিবিআই দফতরে নথি জমা দিলেন অনুব্রত
SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় যে দিন CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন, সে দিনই তৃণমূলের আর এক হেভিওয়েট নেতা অনুব্রত তাঁর আইনজীবী মারফত CBI-এর চেয়ে পাঠানো নথি জমা দিলেন।
এরই মধ্যে শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে CBI। কিন্তু, তিনি সেদিন হাজিরা দেবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইতিমধ্যেই অসুস্থতার কারণ দেখিয়ে, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় CBI হাজিরা এড়িয়েছেন অনুব্রত।
আরও পড়ুন: Dilip Ghosh: সুকান্ত জমানায় বঙ্গ বিজেপি-তে নিস্ক্রিয় দিলীপ, দায়িত্ব বাড়ল বাংলার বাইরে
অনুব্রত হাজিরা দেবেন কি না, সে নিয়ে অনুব্রতর আইনজীবী পরিস্কার ভাবে কিছু বলেননি। তবে যদি তিনি আসেন, জিজ্ঞাসাবাদ করা হবে। অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, "ওঁকে 91 CRPC-তে তলব করা হয়েছিল। উনি এসএসকেএম গিয়েছিলেন। হার্টে ব্লকেজ রয়েছে। বাড়িতে আছেন। বিশ্রামে রয়েছেন। আপাতত উনি শারীরিকভাবে অসুস্থ। মেডিক্যাল বোর্ড ১৫ দিন রেস্টে থাকতে বলেছে। CBI প্রয়োজন হলে বাড়িতে যেতে পারে।"
গরু পাচার মামলায় অনুব্রতর আয়করের নথি, সম্পত্তির খতিয়ান ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় CBI। সিবিআই সূত্রের খবর, বুধবার সকালে নিজাম প্যালেসে গিয়ে সেই সমস্ত নথি জমা দেন অনুব্রতর আইনজীবী। CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই, যা এলে, অনুব্রত মণ্ডলের পেশ করা আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে।
একাধিক বার অনুব্রতকে তলব সিবিআই গোয়েন্দাদের
গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রতকে আটবার তলব করেছে CBI, যার মধ্যে একবার হাজির হয়েছেন তিনি। শুক্রবার যাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এখনও অবধি ৩ বার অনুব্রতকে ডেকেছে CBI। তিনি একবারও হাজির হননি।