Anubrata Mondal : ' অসুস্থ', আজ সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত
Anubrata Mondal in post-poll violence case : সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রতএই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলবতদন্তে সব রকম সহযোগিতা করবেন, খবর আইনজীবী সূত্রে
সৌভিক মজুমদার, কলকাতা : আজ সিবিআই-এর (CBI) তলবে সিজিও (central government offices) কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আইনজীবী মারফত আবেদন করতেন চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি ( Trinamool Birbhum chief ) । যদিও সেই আবেদন এখনও সিবিআই কর্তাদের হাতে গিয়ে পৌঁছায়নি।
ভোট পরবর্তী হিংসা মামলায় তলব
গরু পাচারকাণ্ডের পর ভোট পরবর্তী হিংসা মামলা। ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। এই নিয়ে এই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করা হল। অন্যদিকে, গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে CBI
আবেদনে কী লেখা হচ্ছে
এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল সভাপতি আবেদনে জানাতে চলেছেন, ‘শারীরিকভাবে অসুস্থ তিনি। হাজিরা দিয়েই অনুব্রত চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানেই তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিত্সকরা। ১৫ দিন পর ফের যোগাযোগ করবেন তিনি সিবিআই-এর সঙ্গে’।
তদন্তে সব রকম সহযোগিতা করবেন, খবর আইনজীবী সূত্রে। চিঠিতে জানাতে চলেছেন অনুব্রত, খবর সূত্রের।
অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ কী
বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।
এই নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। সেই মামলায়, অনুব্রত মণ্ডলকে দু’বার তলব করে CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, একবারও CBI’র কাছে হাজিরা দেননি তিনি।
গরু পাচার মামলায় CBI’র কাছে হাজিরা
গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় (cattle smuggling case) CBI’র কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল! ৩ দফায়, ৪ ঘণ্টার বেশি সময় ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর এসএসকেএম হাসপাতালে তাঁর শারীরীক পরীক্ষা করিয়ে গত সপ্তাহেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান। এখন সেখানেই রয়েছেন তিনি।
সিবিআই নজরে অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি
সিবিআই নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি।