Anubrata Mondal: বাড়ির বাইরে জয়ধ্বনি, ফুলবৃষ্টি, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে অনুব্রত বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি'
Mamata Banerjee: বুধবার সাতসকালে দিল্লি থেকে কলকাতার বিমানবন্দরে নামেন অনুব্রত ও সুকন্যা। এর পর বীরভূমের উদ্দেশে রওনা দেন তাঁরা।
বোলপুর: প্রায় দু'বছর পর বাড়ি ফিরলেন বীরভূমের তৃণমূলের একদা 'দোর্দণ্ডপ্রতাপ' নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় গত ১৮ মাস ধরে জেলবন্দি ছিলেন অনুব্রত। দিল্লির তিহাড়ে তাঁর পাশাপাশি বন্দি ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডলও। মঙ্গলবার সকালে শেষ পর্যন্ত বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরলেন তিনি। আর বাড়ি ফিরেই জানিয়ে দিলেন, দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালবাসেন বলে। (Anubrata Mondal)
বুধবার সাতসকালে দিল্লি থেকে কলকাতার বিমানবন্দরে নামেন অনুব্রত ও সুকন্যা। এর পর বীরভূমের উদ্দেশে রওনা দেন তাঁরা। সকালে বীরভূমের বাড়িতে যখন পৌঁছন তাঁরা, চারিদিকে কার্যত উৎসবের আমেজ। অনুব্রতর নামে জয়ধ্বনি দিতে শোনা যায় অনুগামীদের। ফুলবৃষ্টির মাঝে গাড়ি থেকে নামেন অনুব্রত। ভিড় ঠেলে বাড়িতে ঢুকে যান মেয়েকে নিয়ে। (Mamata Banerjee)
আর সেখানেই সংবাদমাধ্যমের সামনে নিজের অনুভূতি জানিয়ে দেন অনুব্রত। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। শারদীয়ার শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালবাসি। দিদি যেমন আমাকে ভালবাসেন...মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলা, দেশের মানুষ ভালবাসেন। আমার পায়ের অবস্থা খারাপ। শরীর ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব।"
ঘটনাচক্রে আজই বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মমতার। আরও একটি সভা থাকলেও, বন্যা পরিস্থিতি দেখতে যাবেন বলে, সেখানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মধ্যেও আজ মমতা অনুব্রতর সঙ্গে দেখা করবেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। অনুব্রত এ নিয়ে বিশদ কিছু না জানালেও, শরীর ভাল থাকলে দেখা করতে পারেন বলে জল্পনা উস্কে দিয়েছেন।
গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর এযাবৎ তাঁর পাশেই থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। মমতা খোদ জানান, অনুব্রতকে ফাঁসানো হয়েছে। দল তাঁর পাশে রয়েছে। অুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করতে শোনা যায় শতাব্দী রায়কে। পাশাপাশি, অনুব্রতকে 'বাঘ' বলে উল্লেখ করেন ফিরহাদ হাকিম।
অনুব্রতর ফেরা নিয়ে অনুগামীদের যে উৎসাহ, তাকে যদিও কটাক্ষ করেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুব্রত পুরোপুরি মুক্ত হননি, জামিন পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ভারতের বিচার ব্যবস্থা সময় সাপেক্ষ, তাই অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি এ রাজ্যের থ্রেট কালচারের একজন প্রতিনিধি। সবসময় তাতে প্রশ্রয় ছিল মমতার। উনি ফিরে আসাতে নাড়াচাড়া হচ্ছে। ফিরহাদ বাঘ বলছেন।" কংগ্রেসের সৌম্য আইচ রায় বলেন, "জামিন বিচারব্যবস্থার অংশ। দুর্নীতির মামলা থেকে পুরোপুরি মুক্ত হননি। জামিন পেয়েছেন মাত্র। কিন্তু তৃণমূল এমন ভাব করছেন যেন মুক্তি পেয়ে গিয়েছেন উনি। মুখ্যমন্ত্রী আবার ওঁকে পুলিশি নিরাপত্তা দিয়েছেন।"