Anubrata Mondal Update: সিবিআই হেফাজতে অনুব্রত, মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিজাম প্যালেসে হাজির অনুরাগীরা
Anubrata Mondal: ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত। অনুব্রতর সঙ্গে একই ফ্লোরে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ২
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গভীর রাতে কলকাতা পৌঁছলেন অনুব্রত মণ্ডল। দোর্দণ্ডপ্রতাপ নেতা তখন ক্লান্ত, ভিজে চোখ। আপাতত ১০ দিনের সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রতকে (Anubrata Mondal)। নিজাম প্যালেসে প্রথম রাত কাটালেন তিনি।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আপাতত সিবিআই হেফাজতে। গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। আর রাতে ৩টে নাগাদ অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী পৌঁছে গেলেন নিজাম প্যালেসে। তৃণমূল জেলা সভাপতির জন্য জন্য তাঁরা সঙ্গে আনেন মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার।
নিজাম প্যালেসে ১৫ তলায় রাত কেটেছে অনুব্রতর। সূত্রের খবর রাতে, ক্যাম্প খাটে বিশ্রামের ব্যবস্থা করা হয় অনুব্রতর। পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার। জানা গিয়েছে, ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে। ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত। অনুব্রতর সঙ্গে একই ফ্লোরে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ২ ।
একই ফ্লোরে রয়েছেন এসপি সিনহা, অশোক সাহা । নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে, শান্তিপ্রসাদ সিন্হা জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই মোতাবেক দেওয়া হয়েছিল নিয়োগপত্র। তাঁর নির্দেশ মতো কাজ করতেন অশোক সাহা। আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। গত বুধবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার করা হয় এসএসসির ২ প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে। অভিযোগ, সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা।
হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে আসে কলকাতায় । তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে । রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে । দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে । সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা। আগামীকাল তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে ।