
Arjun Singh: দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্জুনের, সমস্যা সমাধানে কমিটি গঠন
Arjun Singh Update: ওই কমিটি রাজ্যে আসবে বলেও জানিয়েছেন সাংসদ। তাঁর আশা, আগামী সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট করে রাখা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হবে।

ব্যারাকপুর: ফের দিল্লি গিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি (BJP) সাংসদ। আজ সকালেই দিল্লি রওনা হন অর্জুন সিং (Arjun Singh)। বৈঠকের পর তিনি জানিয়েছেন, সমস্যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি কমিটি। ওই কমিটি রাজ্যে আসবে বলেও জানিয়েছেন সাংসদ। তাঁর আশা, আগামী সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট করে রাখা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হবে।
অর্জুনকে ফোন বস্ত্রমন্ত্রীরকেন্
সকালে বস্ত্রমন্ত্রীর ফোন পেয়ে তড়িঘড়ি দিল্লি রওনা দিলেন অর্জুন সিং। গতকাল হাইকোর্ট জানায়, জুট কর্পোরেশনের সঙ্গে পাটের জোগানদারদের একাংশের আঁতাঁতের জেরেই পাটের দামের ঊর্ধ্বসীমা ধার্য করা যাচ্ছে না। এরপরই আজ সকালে পীযূষ গোয়েলের ফোন পেয়ে দিল্লি রওনা দেন অর্জুন সিং।
তৃণমূল বিধায়কের পাশে অর্জুন
অর্জুন সিং-কে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করলেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।
কলসযাত্রা উপলক্ষ্যে এদিন গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং। যদিও অর্জুন ও সোমনাথ, দু’জনেই এর পিছনে কোনও রাজনীতি দেখতে নারাজ। এ প্রসঙ্গে অর্জুন সিংহ, বলেন, মন্দিরে বা পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে কোনও সমস্যা নেই, চিন্তাও নেই। একটা মহাযজ্ঞে সবাইকে সামিল হতে হয়।
পাট নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি । পাটের দাম বৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রীরপ্রশংসা। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি NIA-র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
