Arjun Singh : ঘনিষ্ঠ আত্মীয়দের বিজেপি-ত্যাগ নাকি ব্যারাকপুরে কোণঠাসা ? ঠিক কী কারণে তৃণমূল-যোগ অর্জুনের?
BJP MP Arjun Singh rejoins TMC : কেন বিজেপি ছাড়লেন তিনি?রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোণঠাসা হয়ে পড়ায়?ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়?
কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পাল, কলকাতা : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (MP Arjun Singh) কেন বিজেপি ছাড়লেন? রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছিলেন বলে? ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়? না কি লাগাতার মামলার চাপে? রাজনৈতিক মহলে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
যখন বিজেপিতে ছিলেন তৃণমূলকে টক্কর দিয়ে গেছেন। ৩ বছর পদ্ম শিবিরে কাটিয়ে সেই অর্জুনই তৃণমূলে ফিরলেন। তাঁর ছেলে, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহরও তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। অর্জুন বলেই দিয়েছেন, শরীর খারাপ ছিল বলে কাল যেতে পারেনি, ও যাবে।
কিন্তু, রাজনৈতিক মহলে প্রশ্ন হল, হঠাৎ করে অর্জুন সিংহ তৃণমূলে ফিরলেন কেন?
- মোদি সরকার পাট নিয়ে তাঁর দাবি মেনে নেওয়ার পরও কেন বিজেপি ছাড়লেন তিনি?
- রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোণঠাসা হয়ে পড়ায়?
- ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়?
- না কি লাগাতার মামলার চাপে?
ভাটপাড়া পুরসভাতেও এবার তৃণমূল জিতেছে
পরিসংখ্যান বলছে, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ৭টি-র মধ্যে ৬টি বিধানসভাই এখন তৃণমূলের দখলে। অর্জুনের গড় ভাটপাড়া পুরসভাতেও এবার তৃণমূল জিতেছে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝেই কি লোকসভা ভোটের দু’বছর আগে বিজেপি ছাড়লেন অর্জুন সিংহ? ২০২৪ সালে পরাজয়ের সম্ভাবনা আছে বলেই কি দল ছাড়লেন? অর্জুনের জবাব, লোকসভায় দল টিকিট দেবে কি না, সেটা দল ঠিক করবে।
আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে
একদা অর্জুন সিংহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন অর্জুনের ভাইপো ও ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিংহ, অর্জুনের ভগ্নিপতি ও নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংহ এবং অর্জুনের ভাগ্নে ও যুব মোর্চার নেতা আদিত্য সিংহ-ও। গত পুরসভা ভোটের ঠিক মুখে বিজেপি ছেড়ে তাঁরা প্রত্যেকেই ফিরে আসেন তৃণমূলে। এতেও কি আরও চাপে পড়ে যান অর্জুন? অর্জুনের ভাইপোর বক্তব্য, উনি দেরিতে হলেও বুঝেছেন...এখনও ওনার সঙ্গে কথা হয়নি।
'আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে'
বিজেপির দাবি, অর্জুন সিংহর আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন, মামলার চাপ সহ্য করতে না পেরেই কি তৃণমূলে ফিরলেন অর্জুন? যদিও তিনি বলছেন, কে কী বলছেন আমি জানি না !
অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর, ব্যারাকপুরে দলে ভাঙন বিজেপি কীভাবে আটকায়, সেটাও দেখার।